Ghanta Khanek Sange Suman (০৯.০১.২০২৫) পর্ব ২ : মালদার সীমান্তে BGB-র বাধায় ফের বন্ধ কাঁটাতার লাগানোর কাজ | ABP Ananda LIVE
ABP Ananda Live: রেলের ঠিকাদারি থেকে রোজগার কমার রোষেই খুন দুলাল? 'আছে আরও মাথা, তালিকা দেব পুলিশকে', বললেন নিহত নেতার স্ত্রী। এবিপি আনন্দে নিহত নেতার গাড়িচালকের এক্সক্লুসিভ সাক্ষাৎকার। এবার গ্রেফতার পোস্ট অফিসের পাসপোর্ট সেবা কেন্দ্রের ইনচার্জ! জাল নথিকাণ্ডে সর্ষের মধ্যে লুকিয়ে আর কত ভূত? মালদার সীমান্তে BGB-র বাধায় ফের বন্ধ কাঁটাতার লাগানোর কাজ ফেন্সিং বসাতে মরিয়া BSF, একাধিক সীমান্তে দু'পক্ষের বৈঠক। ১৮ জানুয়ারি আর জি কর মামলার রায়ঘোষণা করবে শিয়ালদা কোর্ট।
ফের কাঁটাতারের বেড়া দিতে বাধা নৈরাজ্যের বাংলাদেশের
ফের কাঁটাতারের বেড়া দিতে বাধা নৈরাজ্যের বাংলাদেশের । মালদার বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার দিতে বাধা বিজিবির । আপাতত বন্ধ রয়েছে কাঁটাতার দেওয়ার কাজ । গতকাল কাঁটাতার দিতে বাধা BGB ও বাংলাদেশের নাগরিকদের
কলকাতায় শীতের আমেজ। আরও বেশ খনিকটা নামল রাতের তাপমাত্রার পারদ। যদিও পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবিবার থেকে ফের তাপমাত্রা বেডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজই ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। অবহাওয়া দফতর সূত্রে খবর, এর কারণেই আটকে যেতে পারে উত্তুরে হাওয়া। যার ফলে পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।