West Bengal News Live Updates: আউশগ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার ৩
Get the latest West Bengal News and Live Updates: বন্দরের জমিতে গুদাম। কেন ছিল না অগ্নিনির্বাপক ব্যবস্থা? দায় নিতে হবে বন্দরকেই। গার্ডেনরিচকাণ্ডে আক্রমণে দমকলমন্ত্রী।
LIVE
Background
রাত গড়িয়ে সকাল এখনও নিভল না গার্ডেনরিচের আগুন। ধোঁয়ায় ঢেকেছ গোটা এলাকা। কটূ গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট। ১২টি গুদাম পুড়ে ছাই। আগুন নেভানোর চেষ্টায় দমকলের ২0টি ইঞ্জিনের লড়াই।
বন্দরের জমিতে গুদাম। কেন ছিল না অগ্নিনির্বাপক ব্যবস্থা? দায় নিতে হবে বন্দরকেই। গার্ডেনরিচকাণ্ডে আক্রমণে দমকলমন্ত্রী। দায় নিতে হবে লিজ নেওয়া সংস্থাকেই, পাল্টা বিবৃতি বন্দর কর্তৃপক্ষের।
কয়লাপাচারকাণ্ডে ফের অভিষেককে ইডির তলব। ২১ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরার নির্দেশ। হার মানতে না পেরে হেনস্থার চক্রান্ত, অভিযোগ তৃণমূলের। কিছু না করলে ভয় কেন? পাল্টা বিজেপি।
জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে কেন নেওয়া হয়নি স্পিকারের অনুমতি? সিবিআই ও ইডি-র শীর্ষ আধিকারিকদের বিধানসভায় তলব। সোমবারই যাচ্ছে বিধানসভার অধ্যক্ষের চিঠি, খবর সূত্রের।
চেতলায় মমতার হয়ে প্রচার শুরু ফিরহাদের। কালীঘাটে পুজো দিলেন প্রিয়ঙ্কা।
সিবিআইয়ের তলব, বিজেপি কর্মীর খুনের মামলায় সিজিও কমপ্লেক্সে নারকেলডাঙা থানার এসআইকে জিজ্ঞাসাবাদ। কৃষ্ণনগরে বিজেপি কর্মী খুনের অভিযোগে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের।
কলকাতা পুরসভায় নুসরত, সঙ্গে যশ। সন্তানের জন্মের শংসাপত্র সংক্রান্ত বিষয়ে জানতে পুরভবনে সঙ্গী-সহ তৃণমূলের সাংসদ-অভিনেত্রী। কথা বললেন ফিরহাদের সঙ্গে। নিলেন করোনার ভ্যাকসিন।
জরিমানার পরে ২০১৪-র প্রাথমিক টেট মামলায় এবার পর্ষদ সভাপতিকে কোর্টে তলব। আদালত অবমাননার মামলায় সোমবার সকালে মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ।
হরিদেবপুরে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। কারখানার মধ্যেই গলা কাটা দেহ। দেনার দায়ে আত্মঘাতী, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান পুলিশের।ছুরি, মোবাইল ফোন উদ্ধার। পাশের ঘরে ঘরে থাকা খাতার সূত্র ধরে তদন্ত।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৫২, ১৪জনের মৃত্যু। উঃ ২৪ পরগনার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে নদিয়া, জলপাইগুড়ি। শুধু ৩ জেলাতেই ১১জনের মৃত্যু। কলকাতায় ১১৯জন সংক্রমিত, ১জনের মৃত্যু।
West Bengal News Live : আউশগ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার ৩
আউশগ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার দেবশালা পঞ্চায়েতের তৃণমূলের ২ পঞ্চায়েত সদস্য সহ তিনজন। তাদের গ্রেফতার করে সিট। কাল, সোমবার আদালতে পেশ। টেন্ডার নিয়ে সমস্যার জেরে খুন, প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের।
West Bengal News Live : এপ্রিলে পার্টি কংগ্রেসের আগে একগুচ্ছ নির্দেশিকা সিপিএমের রাজ্য কমিটির, জোর তরুণ প্রজন্মে
সিপিএমের শাখা স্তর থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত সম্মেলন শুরু হচ্ছে। পরের বছর এপ্রিলে পার্টি কংগ্রেস। তার আগে রাজ্য কমিটির তরফে জারি করা হল একগুচ্ছ নির্দেশিকা। সেই গাইডলাইনে নেতৃত্বে তরুণ প্রজন্মকে তুলে আনা থেকে শুরু করে, দলে মহিলাদের ক্ষমতায়ন এবং লাগাতার শুদ্ধিকরণে জোর দেওয়া হয়েছে।
West Bengal News Live : কাল থেকে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে মিলবে না কোভ্যাক্সিন, জানাল পুরসভা
কাল থেকে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে মিলবে না কোভ্যাক্সিন। অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিন দেওয়া বন্ধ থাকবে। কেন্দ্র পাঠাচ্ছে না, তাই কোভ্যাক্সিন দেওয়া সম্ভব নয়। জানানো হল কলকাতা পুরসভার তরফে।
West Bengal News Live : শিলিগুড়ির বিধায়কের নামে ভুয়ো প্রোফাইল খুলে ম্যাসেঞ্জার অ্যাপে টাকা চাওয়ার অভিযোগ
শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নামে ভুয়ো প্রোফাইল খুলে পরিচিতদের কাছে ম্যাসেঞ্জার অ্যাপে টাকা চাওয়ার অভিযোগ। বিষয়টি নজরে আসতেই ভিডিও বার্তা দিলেন বিজেপি বিধায়ক। আমাকে ও দলকে বদনাম করতেই এসব করা হচ্ছে বলে অভিযোগ বিধায়কের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
West Bengal News Live : কোচবিহারের হাঁড়িভাঙা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলের ১১ সদস্যের
কোচবিহারের হাঁড়িভাঙা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলের ১১ জন সদস্য। আগামীকাল তলবি সভা হওয়ার কথা। তার আগে, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন প্রধানের বিরোধীরা। হুমকির অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এই অনাস্থা আনাকে মেনে নেওয়া হবে না।>