WB News Live Updates: সোমবার দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর ডাকে মন্ত্রিসভার বিশেষ বৈঠক
Get the latest West Bengal News and Live Updates: দুপুর ১টায় রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।

Background
কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি পদ থেকে শুভেন্দু অধিকারীর অপসারণ দাবি। ইউনিয়নের সম্পাদকের কাছে অনাস্থা জমা ১১ জন ডিরেক্টরের। ২ অগাস্ট ইউনিয়নের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন ইউনিয়নের সম্পাদক।
নজরে পঞ্চায়েত ও লোকসভা ভোট। এবার পূর্ব মেদিনীপুরে দুটি সাংগঠনিক জেলা করতে চলেছে তৃণমূল। তমলুক ও কাঁথিকে দুটি আলাদা সাংগঠনিক জেলা করা হবে। বিজেপির কটাক্ষ, তাঁদের নকল করছে শাসক দল।
বিরাটিতে তৃণমূল কর্মী খুনে সিসিটিভি ফুটেজের সূত্রে গ্রেফতার ১। ধৃত মূল অভিযুক্ত বাবুলালের ঘনিষ্ঠ। ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বিরাটিতে তৃণমূল কর্মী খুনে অনেক তথ্যপ্রমাণ হাতে এসেছে। খুনের সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে অনুমান। ধৃতের কাছ থেকে আরও সূত্র মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় গুলিকাণ্ডে তৃণমূলের ট্যাংরামাড়ি গ্রামের বুথ সভাপতির বাড়ি থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ।
সোশাল সাইটে মুখ্যমন্ত্রীর উদ্দেশ সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার এক বিজেপি সমর্থক। অভিযুক্ত অশোকনগর রেল কলোনির বাসিন্দা। ধৃতের সঙ্গে দলীয়-যোগ অস্বীকার বিজেপির।
সম্পর্কের টানাপোড়েনে উত্তর ২৪ পরগনার অশোকনগরে বাজারের মধ্যে খুন হলেন এক ব্যক্তি। পরে অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা। ভাঙচুর করা হয় অভিযুক্তের বাড়িও।
বীরভূমের লাভপুরে বিজেপির ১৬ জন বুথ সভাপতি-সহ প্রায় দেড় হাজার কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। ভয় দেখিয়ে যোগদান, দাবি জেলা বিজেপি নেতৃত্বের। মানতে নারাজ তৃণমূল বিধায়ক।
বীরভূমের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১ হাজার বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। বোলপুরে দলবদলকারীদের হাতে শাসক দলের পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
WB News Live Updates: দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে আউটডোরে এক্স-রে পরিষেবা প্রায় বন্ধ রাখার অভিযোগ
দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে আউটডোরে এক্স-রে পরিষেবা প্রায় বন্ধ রাখার অভিযোগ। এক্স-রে প্লেট নেই, তাই এক্স হচ্ছে না বলে দাবি, রোগী ও তাঁদের আত্মীয়দের। অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।
West Bengal News Live: সোমবার দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর ডাকে মন্ত্রিসভার বিশেষ বৈঠক
সোমবার দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর ডাকে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। দুপুর ১টায় রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দফতর থেকে সব মন্ত্রীকে ফোন। পাস হতে পারে কোনও গুরুত্বপূর্ণ প্রস্তাব। সাধারণত ১৫ দিন পরপর হয় মন্ত্রিসভার বৈঠক। গত বৃহস্পতিবারই শেষ বৈঠক হয় রাজ্য মন্ত্রিসভার।






















