West Bengal News Live: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যার কারণে মৃত্যু ৩ শিশুর
Get the latest West Bengal News and Live Updates: ২৩ সেপ্টেম্বর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় ওই ৩ শিশুকে।
LIVE
Background
কলকাতা:ভাড়াটে-বাড়িওয়ালা বিবাদে রায়গঞ্জে তুলকালাম। বাড়িওয়ালা পুলিশকর্মীর বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি। পুলিশকর্মীর বোনের মৃত্যু। ১ মহিলা-সহ আশঙ্কাজনক আরও ২।
ভবানীপুরে শেষ বেলার প্রচারে ধুন্ধুমার। দিলীপ-অর্জুনের প্রচারে বাধা, ধাক্কাধাক্কি। পিস্তল উঁচিয়ে নিরাপত্তারক্ষীদের হুঁশিয়ারি।
স্লোগানের পাল্টা স্লোগান। ভবানীপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির উপর হামলার অভিযোগ। মাথা ফাটল বিজেপি কর্মীর। উস্কানির মুখে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, দাবি তৃণমূলের।
ভবানীপুরে ভোট স্থগিত নিয়ে বিজেপিতেই ভিন্নমত। ভোট স্থগিত নয়, ১৪৪ ধারা জারি করে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট চেয়ে কমিশনে স্বপন, শিশির। দিলীপের কথা আর কেউ শুনছে না, খোঁচা ফিরহাদের।
ভবানীপুরের প্রচার নিয়ে তুলকালাম। অর্জুনকেও হেনস্থার অভিযোগ। ফুটেজ-সহ সিইও দফতরে রিপোর্ট দিলেন রিটার্নিং অফিসার।
ভবানীপুরে হামলা, পাল্টা হামলার অভিযোগ। এসএসএসকেএম থেকে সরানো হল আহত ২ বিজেপি কর্মীকে। দিলীপের রক্ষীর বন্দুকের ঘায়ে তৃণমূলকর্মী আহত হওয়ার অভিযোগ। দেখতে গেলেন মদন।
আজ ভবানীপুর উপনির্বাচন মামলার রায় দেবে হাইকোর্ট। ভোট বিজ্ঞপ্তির কিছু অংশে আপত্তি জানিয়ে জনস্বার্থ মামলা। সেই মামলাতেই আজ রায় ঘোষণা করবে আদালত।
আইকোরের ৩০০ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। সপুত্র মদনকে সিবিআই তলব। যা জানতে চেয়েছিল, তাই বলেছি, জিজ্ঞাসাবাদের পর দাবি মদনের। আজ ছেলে স্বরূপকে হাজিরার নোটিস।
কয়লাকাণ্ডে মলয় ঘটককে ফের তলব ইডি-র। দিল্লির সদর দফতরে হাজিরা দিলেন না আইনমন্ত্রী। দিল্লি হাইকোর্টে স্থগিত সমন খারিজ চেয়ে অভিষেক-রুজিরার মামলা। আজ ফের শুনানি।
কয়লাপাচারকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। আসানসোল-বাঁকুড়া থেকে লালার ৪ সঙ্গী গ্রেফতার। আসানসোল-রানিগঞ্জ-বাঁকুড়ায় কয়লা পাচারের কারবার চালানোর অভিযোগ।
গোয়াতেও কংগ্রেসে এবার ভাঙন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিধায়কপদে ইস্তফা। দু’একদিনেই লুইজিনহো ফেলেইরোর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা জোরাল। পুজোর পর গোয়ায় যেতে পারেন মমতা, খবর সূত্রের।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ভোটে জয়ী তৃণমূলের সুস্মিতা দেব।
কৃষি আইনের প্রতিবাদে বামেদের বন্ধে দিনভর দুর্ভোগ। দুর্গাপুরে প্রতিবাদীকে সিটু নেতার সপাটে চড়। ডোমজুড়, চন্ডীপুরেও বনধ ঘিরে অশান্তি। কলকাতা থেকে জেলা-দফায় দফায় পথ অবরোধ।
গুরুতর অভিযোগে চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত। আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ, মামলাকারী সরতেই স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের। বসিরহাট-কাণ্ডে রিপোর্টেও আইওয়াশ বলে ভর্ত্সনা।
মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্ত, আসছে বাংলার দিকে। আজ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে ২ মেদিনীপুর, দঃ ২৪ পরগনায়। বৃষ্টি হবে কলকাতাতেও। সমুদ্রে দমকা হাওয়া।
হিমাচলপ্রদেশে ট্রেকিং করতে গিয়ে ২ বাঙালির মৃত্যু। মানালি থেকে ট্রেকিং করতে যাওয়ার সময় অসুস্থ। বেলঘরিয়া, ব্যারাকপুরের ২জনের মৃত্যু। বেশি উচ্চতায় অক্সিজেনের অভাব, অনুমান পরিবারের।
West Bengal News Live: ৮ অক্টোবর পর্যন্ত কলেজে ভর্তির সময় বাড়ানোর সিদ্ধান্ত সরকারের
করোনা আবহে উচ্চমাধ্যমিকে রেকর্ড পাসের পরেও কলেজে স্নাতক স্তরে শূন্য আসন! এই পরিস্থিতিতে আগামী ৮ অক্টোবর পর্যন্ত ভর্তির সময় বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
WB News Live Updates: কাল কলকাতায় তৃণমূলে যোগ দেবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী
কাল কলকাতায় তৃণমূলে যোগ দেবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো।
West Bengal News Live: নৈহাটিতে সাত বছরের শিশুকন্যাকে অপহরণ
সাত বছরের শিশুকন্যাকে অপহরণের অভিযোগ। নৈহাটি থেকে বাবা-মেয়েকে গ্রেফতার করল মুচিপাড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন শিশুকন্যার বাবা। পাওনা টাকা ফেরত না পেয়েই কলেজ পড়ুয়া মেয়েকে সঙ্গে নিয়ে অপহরণের ছক কষেন অভিযুক্ত। গতকালই অপহরণের অভিযোগ দায়ের হয় মুচিপাড়া থানায়।
WB News Live Updates: উপনির্বাচন নিয়ে দিনহাটায় তৃণমূল-বিজেপি দ্বৈরথ
বিজেপির দুই সাংসদ, বিধায়ক পদ ছাড়ায় দিনহাটা ও শান্তিপুরে ৩০ অক্টোবর হবে ভোট। উপনির্বাচনে দিনহাটা পুনরুদ্ধার হবে বলে দাবি তৃণমূলের। পাল্টা তাল ঠুকছে বিজেপিও। শান্তিপুর নিয়েও ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব শিবির।
West Bengal News Live: বিদ্যুৎ ভবনে খোলা হল কন্ট্রোল রুম
দুর্যোগ এড়াতে বিদ্যুৎ ভবনে খোলা হল ২৪x৭ কন্ট্রোল রুম। টোল ফ্রি ও হোয়াটস্যাপ নম্বরও চালু করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে কলকাতা পুরসভা, জানিয়েছেন ফিরহাদ হাকিম।