West Bengal News Live: দেহরক্ষীর মৃত্যু তদন্তে সোমবার ভবানীভবনে শুভেন্দুকে তলব
Get the latest West Bengal News and Live Updates: শুভেন্দুর গাড়ির চালক ও ঘনিষ্ঠকেও তলব
LIVE
Background
কলকাতা: আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব ইডি-র। আজই দিল্লি গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রের খবর, আগামীকাল দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে যাবেন তিনি।
দেহরক্ষীর রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারীকে সিআইডি তলব। সোমবার ভবানীভবনে হাজিরার নির্দেশ। ২০১৮-য় গুলিবিদ্ধ হয়ে শুভেন্দুর দেহরক্ষী শুভব্রতর মৃত্যু। আড়াই বছর পরে স্ত্রীর এফআইআর।
পুজোর আগেই ভবানীপুরে উপনির্বাচন। ৩০ সেপ্টেম্বর একই দিনে ভোট সামশেরগঞ্জ, জঙ্গিপুরেও। ৩ অক্টোবর গণনা। ১৩ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন। প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর।
ভবানীপুরে ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কোনও মন্ত্রী ৬ মাসের মধ্যে ভোটে না জিতলে তৈরি হবে সঙ্কট, জানান মুখ্যসচিব। রাজ্যের বিশেষ অনুরোধে ভবানীপুরে ভোট, বিবৃতি কমিশনের।
ভবানীপুরে ভোট চেয়ে কমিশনকে মুখ্যসচিবের চিঠি। আইনের শাসন নয়, শাসকের আইনের অভিযোগই প্রমাণিত, আক্রমণে শুভেন্দু। হতাশা নাকি ভয় পেয়েছেন? পাল্টা কটাক্ষ পার্থর।
ভোট ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিল। ভবানীপুরে শুরু প্রচার। একটি কেন্দ্রে উপনির্বাচন, তামাশা করেছে কমিশন, আক্রমণে বিজেপি। জমি হারিয়ে শুধুই রাজনীতি, পাল্টা ফিরহাদ।
৩ কেন্দ্রে ভোট ঘোষণার দিনই তৃণমূলে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক। দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি শুভেন্দুর।
রানিনগরে গাড়ি ঘিরে কালো পতাকা। হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের। তৃণমূলের বিক্ষোভের মুখে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ।
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআই তদন্তের মধ্যেই গোপালনগরে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসক শিবিরের।
হাইকোর্টের কড়া নির্দেশের পরেই অচলাবস্থা কাটার পথে বিশ্বভারতী। আজ থেকে ফের শুরু ভর্তির জন্য কাউন্সেলিং। আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে বোলপুরে মিছিল টিএমসিপির।
সিম বক্স প্রযুক্তিতে প্রতারণাকাণ্ডে নতুন তথ্য। ধৃতদের নিয়ে নদিয়ার নাকাশিপাড়ায় রাজ্য পুলিশের এসটিএফের তল্লাশি। উদ্ধার সিম বক্স, মোডেম রাউটার। বিপুল অর্থ কি কাজে লাগত জঙ্গিদের? তদন্তে পুলিশ।
WB News Live Updates: চাকরি দেয়ার নাম করে ভুয়ো নিয়োগপত্র বানিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা
পূর্ত দফতরে চাকরি দেওয়ার নাম করে ভুয়ো নিরোগপত্র দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সোমদত্ত। বাড়ি হাঁসখালি থানার বগুলা মধ্যপাড়া এলাকায়। কয়েক মাস আগে অভিযুক্তের বিরুদ্ধে বনগাঁ স্টেশন রোডের বাসিন্দা শান্তনু সাধু থানায় অভিযোগ জানিয়েছিল৷ তারপর থেকে অভিযুক্ত লুকিয়ে ছিল।
WB News Live Updates: সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা
কর্মরত অবস্থায় নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করল এক NVF কর্মী। রবিবার সন্ধ্যায় পাড়া থানা অন্তর্গত রঘুনাথপুর সাঁওতালডী সড়কের কোল্ডি মোড়ের কাছে ঘটনাটি ঘটে । পুরুলিয়া জেলার পাড়া থানায় তিনি কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায় তার নাম প্রণব মোহান্তি।
West Bengal News Live Updates: আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে
সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই সমস্ত মৎস্যজীবী সংগঠনগুলিকে সতর্ক করা হয়েছে। ফিরে আসতে বলা হয়েছে সমস্ত মৎস্যজীবীদের। ইতিমধ্যেই বেশকিছু ট্রলার কাকদ্বীপ ডায়মন্ড হারবার নামখানা ফ্রেজারগঞ্জ এলাকায় ফিরে এসেছে। যারা ফেরেনি তাদের সঙ্গে যোগাযোগ রাখছে প্রশাসন।
WB News Live Updates: হাবড়া পুরসভার সদ্য প্রাক্তন প্রশাসকের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা
হাবড়া পুরসভার সদ্য প্রাক্তন প্রশাসকের ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হল জল্পনা। পোস্টে তৃণমূল নেতা বুঝিয়ে দেন,দুঃসময়ে দলের পাশে থাকলেও, মর্যাদা পাননি। দল যে এধরনের পোস্ট সমর্থন করে না বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। শাসক নেতার পোস্ট নিয়ে শাসক দলকে খোঁচা দিয়েছে বিজেপি।
WB News Live Updates: চার নম্বর ম্যাঙ্গো লেনের বহুতলে আগুন
চার নম্বর ম্যাঙ্গো লেনের বহুতলে আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের।