(Source: Poll of Polls)
West Bengal Election 2021: এবার ভাঙন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়েই, তৃণমূল ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার
West Bengal Assembly Election 2021: সোমবার দলীয় নেতৃত্বকে ইস্তফা পত্র পাঠিয়ে দেওয়ার পর ক্ষোভ উগড়ে দেন ডায়মন্ড হারবারের বিধায়ক।
কলকাতা: এবার ভাঙন ধরল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়েই! তৃণমূল কংগ্রেস ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার।
যদিও বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। সোমবার দলীয় নেতৃত্বকে ইস্তফা পত্র পাঠিয়ে দেওয়ার পর ক্ষোভ উগড়ে দেন ডায়মন্ড হারবারের বিধায়ক।
তিনি বলেন, ‘‘দীর্ঘদিন আমি দলে কাজ করতে পারছিলাম না, একাধিকবার জানিয়ে উপরমহল কোনও সমাধানের চেষ্টা করেনি। মমতার সভা ছাড়া আমাকে কোনও সভায় ডাকা হত না। বিভিন্নভাবে আমি অপমানিত হয়েছি। আমার মনে হয়েছে, আর এভাবে থাকা সম্ভব নয়। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিলাম।’’
সব টানাপোড়েন ও জল্পনার অবসান ঘটিয়ে দল ছাড়লেন তৃণমূলের আরেক বিধায়ক। এবার অভিষেক-গড়েই তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। স্পিড পোস্টে তিনি দল ছাড়ার চিঠি পাঠিয়ে দেন। তবে এখনই বিধায়ক পদ ছাড়ছেন না দীপক হালদার। তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন ডায়মন্ড হারবারের বিধায়ক? আগামী দিনে যা করবেন, তা ডায়মন্ড হারবারবাসীর কথা ভেবেই করবেন। জল্পনা বাড়িয়ে এমনটাই জানালেন তৃণমূলত্যাগী বিধায়ক দীপক হালদার।
গত শনিবার রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল ও বৈশালী ডালমিয়ারা তৃণমূল ছেড়ে বিজেপি-তে নাম লিখিয়েছেন। রবিবার হাওড়ার ডুমুরজলার জনসভা থেকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী কয়েক দিনে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সংগঠন ভাঙবেন। দীপককে দিয়েই সেই ভাঙনের সূচনা হচ্ছে বলে মনে করছে তৃণমূলের একাংশ।