কাঁকসায় ‘অত্যাধিক মদ্যপানে’ অসুস্থ হয়ে মৃত্যু মহিলার, আটক পুরুষসঙ্গী
পশ্চিম বর্ধমান: কাঁকসার পানাগড়ে মহিলার রহস্যমৃত্যু। বাড়ি থেকেই উদ্ধার মৃতদেহ। প্রাথমিক তদন্তে অনুমান, অত্যাধিক মদ্যপানের ফলেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পুরুষ সঙ্গীকে আটক করেছে পুলিশ। মৃতার নাম মালতী মোদী। বাড়ি পানাগড়েই। ৬ বছর ধরে পরমেশ্বর রাম নামে এক ব্যক্তির সঙ্গে তিনি লিভ-ইন করতেন বলে দাবি প্রতিবেশীদের। এদিন সকালে পুরুষ সঙ্গীর বাড়ি থেকে মধ্যে মৃত অবস্থায় মালতীকে উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ ঘিরে ঘনীভূত হয়েছে রহস্য। দোলের সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। মৃতার ভাই দীপক মোদী বলেন, কীভাবে মারা গেছে জানিনা। পরমেশ্বরেরর সঙ্গে এখানে থাকত। সকালে ভাগ্নি ফোন করে জানায় মারা গেছেন। পুলিশের একাংশের দাবি, বেলাগাম জীবনযাপন করতেন মালতী! নিয়মিত মদ্যপানও করতেন। সেটাই কি ডেকে আনল অকাল মৃত্যু? নাকি অন্য কোনও রহস্য? রুজু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। মৃতার সঙ্গী পরমেশ্বর রামকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।