এক্সপ্লোর
'আজকের সেরা উপহার', আপের জয়ের পর জন্মদিনের কেক কেটে বললেন কেজরিবালের স্ত্রী
কেজরি-কন্যা হর্ষিতা তাঁর চাকরি থেকে ছুটি নিয়েছিলেন ভোটের প্রচারের জন্য। তিনি বলেন, ‘এই জয় প্রত্যেকের।’ যাঁরা তাঁর বাবাকে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিয়েছিল ভোটের প্রচারের সময়, তারাই উপযুক্ত জবাব পেল, বললেন হর্ষিতা।
জন্মদিনে জোড়া পাওনা হল অরবিন্দ কেজরিবালের স্ত্রীর। অরবিন্দ-ঘরণীর আজ জন্মদিন। সেই দিনই রাজধানী বেছে নিল অরবিন্দের আপকে। তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরল আম আদমি পার্টি। তাই এই জয়ই জন্মদিনের সেরা উপহার, বললেন সুনীতা কেজরিবাল।
সারাদিন সেভাবে সেলিব্রেশন করেননি। চোখ রেখেছিলেন ফলাফলের দিকে। কোন কেন্দ্রের রায় কোনদিকে, সেই দিকে নজর রেখেই বসেছিলেন সুনীতা ও তাঁর পরিবারের সদস্যরা। অবশেষে বড়সড় জয় পেয়ে পার্টি অফিসেই নিজের জন্মদিন পালন করলেন তিনি। নিজে হাতে কেক খাইয়ে দিলেন অরবিন্দ কেজরিবাল।
Sunita Kejriwal, wife of Arvind Kejriwal: It's the biggest gift I've received (she celebrates her birthday today). This is the victory of truth. I think politics should be done on basis of issues. Political parties should learn that such comments shouldn't be made. #DelhiResults pic.twitter.com/QyNBwuiJDh
— ANI (@ANI) February 11, 2020
জয়ের জন্য কেজরিবালকেই পুরো কৃতিত্ব দিলেন স্ত্রী। বললেন ভোটের প্রচারে যখনই বিধানসভা কেন্দ্রগুলিতে গেছেন, মানুষ বলেছেন, তাঁরা আপকেই ভোট দেবেন।
ভোটের মনোনয়ন জমা দেওয়ার সময় থেকেই স্বামীর সঙ্গে ছিলেন সুনীতা। হুড খোলা জিপে অরবিন্দের সঙ্গে মনোনয়ন জমা দিতে গেছিলেন তিনি।
পার্টি অফিসে সুনীতার জন্মদিন পালনের সময় সঙ্গে ছিলেন কর্মীরা, অরবিন্দ ও তাঁর ছেলে ও মেয়ে।
কেজরি-কন্যা হর্ষিতা তাঁর চাকরি থেকে ছুটি নিয়েছিলেন ভোটের প্রচারের জন্য। তিনি বলেন, ‘এই জয় প্রত্যেকের।’ যাঁরা তাঁর বাবাকে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিয়েছিল ভোটের প্রচারের সময়, তারাই উপযুক্ত জবাব পেল, বললেন হর্ষিতা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement