ভারত-চিন খুব বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, দু-দেশকেই সাহায্য করব: ট্রাম্প
লাদাখ পরিস্থিতি নিয়ে গত কয়েকদিনে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা...
ওয়াশিংটন: সীমান্ত সমস্যা নিরসনে ভারত ও চিন-- দুদেশের সঙ্গেই কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, পরিস্থিতি অত্যন্ত কঠিন। আমরা ভারতের সঙ্গে কথা বলেছি। চিনের সঙ্গেও কথা হয়েছে। দুই দেশই খুব বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।
গতকাল ওকলাহোমায় নির্বাচনী সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, দু’পক্ষই সংঘাতে জড়িয়েছে। দেখা যাক কী হয়। কীভাবে এই সমস্যা থেকে বের হওয়া যায়, তা নিয়ে আমরাও চেষ্টা করছি। চলতি সপ্তাহে হোয়াইট হাউস জানায়, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতির উপর তারা নজর রাখছে।
লাদাখ পরিস্থিতি নিয়ে গত কয়েকদিনে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। একাধিকবার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা আগ্রাসন নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত সোমবার, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার হামলায় ২০ জন ভারতীয় জওয়ান নিহত হন। মার্কিন গোয়েন্দা সূত্রের মতে, ওই সংঘর্ষে ৩৫ চিনা সেনারও মৃ্ত্যু হয়েছে।
ভারত সহ বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সীমান্ত সমস্যাবৃদ্ধির জন্য চিনকেই দায়ী করেছে আমেরিকা। ওয়াশিংটনের মতে, করোনাভাইরাস অতিমারীর বিরুদ্ধে লড়াই করতে যখন সকলে ব্যস্ত, তখন সেই পরিস্থিতির ফায়দা তুলতে চাইছে বেজিং। মার্কিন বিদেশসচিব বলেছেন, শুধু ভারত নয়, দক্ষিণ চিন সাগরেও এলাকা দখল করে চলেছে চিন।