স্ত্রী ক্যান্সারকে, স্বামী করোনাকে হারালেন, জয়ী আমেরিকার প্রবীণ দম্পতি
রবার্ট আর জ্যানিস বেকহ্যাম বিবাহিত জীবন কাটাচ্ছেন ৪৬ বছর হল
নয়াদিল্লি: সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কেউ বেঁচে ফিরেছেন, কেউ প্রয়াত। সেই সময়েই সকলকে অবাক করে দিয়েছে আমেরিকার এক দম্পতির কাহিনী।
রবার্ট আর জ্যানিস বেকহ্যাম বিবাহিত জীবন কাটাচ্ছেন ৪৬ বছর হল। জ্যানিস আক্রান্ত হয়েছিলেন ওভারিয়ান এবং ব্রেস্ট ক্যানসারে। আর তাঁর স্বামী রবার্ট আক্রান্ত হন কোভিড-১৯-এ। রোগের সঙ্গে গত কয়েক মাস কঠিন লড়াই করতে হয়েছে তাঁদের। কিন্তু সুখের কথা হল, যুদ্ধে জয়লাভ করেছেন তাঁরাই। সুস্থ হয়েছেন উভয়েই।
জ্যানিসের ব্রেস্ট ক্যান্সার হওয়ায় গত ২৫ মার্চ থেকে সমস্ত রকম হেলথ গাইডলাইন মেনে চলছিলেন দম্পতি। রবার্ট এদিকে অসুস্থ বোধ করেন। ছেলের সঙ্গে ডাক্তারখানায় গিয়ে কোভিড টেস্ট করে আসেন। টেস্ট পজিটিভ আসে।
এদিকে জ্যানিসের চিকিৎসার জন্য কেমোথেরাপি শুরু করার সময় হয়ে গিয়েছে। কেমোথেরাপি করাতে যাওয়ার পথেই ছেলের থেকে জ্যানিস জানতে পারেন যে কোভিড চিকিৎসার জন্য রবার্টকে ডালাসের পার্কল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেব্রুয়ারিতে ব্রেস্ট ক্যানসার চিকিৎসায় ভাল ফল পাওয়ার খবরের পাশাপাশি জ্যানিস জানতে পারেন তাঁর এবার ওভারিয়ান ক্যান্সার হয়েছে।তাই আবার নতুন করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
এদিকে রবার্ট ততদিনে সেরে উঠেছেন। কিন্তু তিনি বাড়ি ফিরে জ্যানিসের সঙ্গে থাকাটা ঠিক হবে না বলে জানান ডাক্তার সত্যম নায়েক। তাই কোয়ারেন্টিনে চলে যান রবার্ট। আর ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা শুরু করান জ্যানিস। আবার মেলে সাফল্য।
দম্পতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মারাত্মক পরিস্থিতি কাটিয়ে দুজনেই সুস্থ হয়ে আবার পরস্পরের মুখোমুখি বসতে পারা এক বিপুল সাফল্য জীবনে। ঈশ্বরের অপার করুণা আর চিকিৎসকের সক্রিয় সাহায্য ছাড়া এটা কোনও মতেই সম্ভব ছিল না।