Tomato Fever: লাল ফোস্কা-ধুম জ্বর, কেরলে চোখ রাঙাচ্ছে অজানা ভাইরাস?
Viral Fever: কেরলে এখনও পর্যন্ত ৮০ জন শিশু এই জ্বরে আক্রান্ত বলে জাানা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে সূত্রে খবর, অধিকাংশ আক্রান্ত কোল্লাম জেলায় দেখা গিয়েছে।
নয়াদিল্লি: ফের কেরল (Kerala)। সম্প্রতি শিগেলা ব্যাকটেরিয়ার কারণে খাদ্যে বিষক্রিয়ার (food poisoning) ফলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে গিয়েছিল। এক কিশোরী মারাও গিয়েছিল। এবার নতুন এক জ্বরের দাপট দেখা গেল কেরলে। উপসর্গের কারণে এই জ্বরের নাম আপাতত দেওয়া হয়েছে টোম্য়াটো ফ্লু (Tomato Flu)।
কেরলে এখনও পর্যন্ত ৮০ জন শিশু এই জ্বরে আক্রান্ত বলে জাানা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে সূত্রে খবর, অধিকাংশ আক্রান্ত কোল্লাম (Kollam) জেলায় দেখা গিয়েছে।
এই জ্বরটি কী?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি একটি বিরল ভাইরাস সংক্রমণ। ত্বকে ফোস্কা পড়ে। লাল রঙের rash দেখা যায় ত্বকে। জ্বালা হয়। কেরলে মূলত পাঁচ বছরের নীচের শিশুদের এই সংক্রমণ দেখা যাচ্ছে।
কী কী উপসর্গ:
যে শিশুদের এই সংক্রমণ হচ্ছেয। তাদের গায়ে টোম্যাটোর মতো লাল রঙের ফোস্কা (Blister) পড়ে। এছাড়াও জ্বর (Fever) আসে। শরীরের গাঁটে গাঁটে ব্যাথা হয়। গাঁট ফুলে যায় এবং অতিরিক্ত মাত্রায় ক্লান্তি আসে। বিশেষজ্ঞরা বলছেন অনেকক্ষেত্রে চিকুনগুনিয়ার মতো উপর্গ দেখা যায়। কোল্লাম (Kollam) ছাড়াও, আরয়ানকাভু, আঞ্চল. নেদুভাথুর (Neduvathur) এলাকা থেকেও এই সংক্রমণের খবর মিলছে।
সতর্ক তামিলনাড়ু:
পরিস্থিতি সামলাতে কেরলের পড়শি রাজ্য তামিলনাড়ুতেও (Tamilnadu) রডা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোয়েম্বাত্তূরে ঢোকার সময় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
বিশেষজ্ঞজের একাংশ জানাচ্ছেন, এটি এক ধরনের হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ। সংক্রমণ ঠেকাতে সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সংক্রমণের মাঝেই সতর্ক থাকার বার্তা দিচ্ছেন ডাক্তাররা। সামান্য উপসর্গ দেখা দিলেও সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আক্রান্ত শিশুদের উষ্ণ জল খাওয়াতে হবে। কোনওভাবে ফোস্কায় হাত দেওয়া যাবে না। সামান্য উষ্ণ জলে স্নান করাতে হবে আক্রান্ত শিশুদের। সবদিন থেকে সাফসুতরো থাকতে হবে শিশুদের।
আরও পড়ুন: প্লে-স্টোরে কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করল গুগল, আপনার ফোনের কী হবে ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )