শাহিনবাগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গেয়ে প্রজাতন্ত্র দিবস পালন আন্দোলনকারীদের
গত বছর সংসদে এই আইন পাশ করায় কেন্দ্র। এরপর, আইনকে অনুমোদন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
![শাহিনবাগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গেয়ে প্রজাতন্ত্র দিবস পালন আন্দোলনকারীদের Tricolour unfurled at Shaheen Bagh on Republic Day শাহিনবাগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গেয়ে প্রজাতন্ত্র দিবস পালন আন্দোলনকারীদের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/26172206/shaheen-bagh.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ৭১ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির শাহিনবাগে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রতিবাদীরা। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ চালানো আন্দোলনকারীরা এদিন ভোরবেলা জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত ও সংবিধানের মুখবন্ধ পাঠ করে। গত একমাস ধরে দিল্লির শাহিনবাগে সিএএ ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন চলছে। সেখানে একমাস ধরে ধর্নায় বসেছেন আন্দোলনকারীরা। এদিকে, প্রতিবাদীদের ধর্নার জেরে গত একমাস ধরে কার্যত স্তব্ধ হয়ে রয়েছে কালিন্দি কুঞ্জ-শাহিনবাগ সংযোগকারী সড়ক। সম্প্রতি, সুপ্রিম কোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা দাখিল করা হয়েছে। সেখানে আবেদন করা হয়েছে, আদালত যাতে পুলিশকে ওই বন্ধ রাস্তা খোলার ব্যবস্থা করার নির্দেশ দেয়। প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর থেকে অবরুদ্ধ শাহিনবাগ। শুধু দিল্লি নয়, দেশের বিভিন্ন প্রান্তে সিএএ-বিরোধী আন্দোলন চলছে। এই আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। গত বছর সংসদে এই আইন পাশ করায় কেন্দ্র। এরপর, আইনকে অনুমোদন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)