এক্সপ্লোর
Advertisement
সিএএ নিয়ে চিন্তিত আমেরিকা, মোদীর সঙ্গে বৈঠকে ট্রাম্প তুলবেন ধর্মীয় স্বাধীনতা ইস্যু, জানাল হোয়াইট হাউস
সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে কথা হবে কিনা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানান, এই বিষয়গুলি নিয়ে আমেরিকাও চিন্তিত।
ওয়াশিংটন: আগামী সপ্তাহে ভারত সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ তুলবেন। হোয়াইট হাউস জানিয়েছে এ কথা। একই সঙ্গে বলেছে, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও প্রতিষ্ঠানের ওপর আমেরিকার বিপুল শ্রদ্ধা রয়েছে।
২৪ তারিখ ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া। ২৪ ও ২৫ তারিখ তাঁরা আমদাবাদ, আগ্রা ও দিল্লি সফর করবেন। হোয়াইট হাউস জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট দু’দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ তুলবেন। বলবেন জনসমক্ষেও। মার্কিন প্রশাসনের কাছে ধর্মীয় স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, এ নিয়ে অবশ্যই কথা হবে। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে কথা হবে কিনা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানান, এই বিষয়গুলি নিয়ে আমেরিকাও চিন্তিত। আইনের শাসন, বিশ্বজনীন মূল্যবোধ বজায় রাখার প্রতি দুই দেশেরই দায়বদ্ধতা রয়েছে। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানের পর আমেরিকার বিরাট শ্রদ্ধা রয়েছে, সেই ব্যবস্থা বজায় রাখার জন্য দিল্লিতে উৎসাহ দেওয়া হবে।
ওই আধিকারিক আরও বলেছেন, গণতান্ত্রিক ঐতিহ্য ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সম্মানের কারণে ভারত আন্তর্জাতিক মহলে সম্মানিত, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে এই বিষয়গুলি তুলবেন। প্রধানমন্ত্রী গত বছর ভোটে জেতার পর তাঁর প্রথম ভাষণে জানান, কীভাবে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে এগিয়ে চলবেন তিনি। ধর্মীয় স্বাধীনতা ও সকলের সমান অধিকারের ঐতিহ্য বজায় রাখার জন্য ভারতের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আন্তর্জাতিক
Advertisement