এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর থেকে শুরু হোক শিক্ষাবর্ষ, সম্ভব হলে পরীক্ষা অনলাইনে, পরামর্শ ইউজিসি প্যানেলের
জুলাইয়ে শিক্ষাবর্ষ চালু হওয়ার জন্য আর একটি সমস্যা হল, লকডাউনের জেরে বিভিন্ন প্রবেশিকা বোর্ড পরীক্ষা পিছিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ঠিক আছে, নিট ও জেইই-র মত পরীক্ষা হবে জুনে। কিন্তু সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। এক সরকারি আধিকারিক এ কথা জানিয়েছেন।
নয়াদিল্লি: করোনায় উদ্ভূত পরিস্থিতির জেরে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের বদলে সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে শিক্ষাবর্ষ। ইউজিসি-র একটি প্যানেল এই পরামর্শ দিয়েছে।
লকডাউনের জেরে শিক্ষার ক্ষতি ও অনলাইনে পড়াশোনা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখতে দুটি কমিটি তৈরি করে ইউজিসি। বিকল্প শিক্ষাবর্ষ ও লকডাউন চলাকালীন পরীক্ষা নেওয়া যায় কিনা দেখতে হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আরসি কুহাদের নেতৃত্বে তৈরি হয় একটি কমিটি। অন্যটির নেতৃত্বে ছিলেন ইগনু-র সহ উপাচার্য নাগেশ্বর রাও, এই কমিটির দায়িত্বে ছিল অনলাইন পড়াশোনার কীভাবে উন্নতি ঘটানো যায়, দেখা। দুটি কমিটিই তাদের রিপোর্ট জমা দিয়েছে।
প্রথম কমিটি বলেছে, শিক্ষাবর্ষ জুলাইয়ের বদলে চালু হোক সেপ্টেম্বর থেকে। দ্বিতীয়টি বলেছে, পরিকাঠামোর অসুবিধে না থাকলে বিশ্ববিদ্যালয়গুলি অনলাইনে পরীক্ষা নেওয়া চালু করুক। না থাকলে অপেক্ষা করুক লকডাউন উঠে যাওয়া পর্যন্ত, তারপর শুরু হোক খাতায় কলমে পরীক্ষা। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে খবর, এই দুটি রিপোর্ট এখন খতিয়ে দেখা হবে, আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে এ ব্যাপারে সরকারি নির্দেশিকা। তবে সব পরামর্শই যে গ্রহণ করা হবে এমন কোও কথা নেই। যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখে বর্তমান অবস্থার ভিত্তিতে নির্দেশিকা তৈরি হবে।
জুলাইয়ে শিক্ষাবর্ষ চালু হওয়ার জন্য আর একটি সমস্যা হল, লকডাউনের জেরে বিভিন্ন প্রবেশিকা বোর্ড পরীক্ষা পিছিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ঠিক আছে, নিট ও জেইই-র মত পরীক্ষা হবে জুনে। কিন্তু সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। এক সরকারি আধিকারিক এ কথা জানিয়েছেন।
লকডাউনের জেরে ১৬ মার্চ থেকে দেশের সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। সিবিএসই জানিয়েছে, তারা শুধু ক্লাসে ওঠার জন্য জরুরি এমন বাকি থাকা ২৯টি বিষয়ের পরীক্ষা নেবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement