WB on Corona Vaccine: ভ্যাকসিন আসার পরেই ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ, বিজ্ঞপ্তি জারি রাজ্যের
কবে থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ? পরে বিজ্ঞপ্তি দেবে রাজ্য।
কলকাতা: কাল থেকে ১৮ ঊর্ধ্বদের করোনার টিকাকরণ নিয়ে অনিশ্চয়তা। রাজ্যে ভ্যাকসিন আসার পরেই ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ। কবে থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ? পরে বিজ্ঞপ্তি দেবে রাজ্য। কাল থেকে টিকাকরণ নিয়ে জানিয়ে দিল রাজ্য সরকার। ভ্যাকসিন আসার পরে বেসরকারি হাসপাতালে টিকাকরণ। ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণ, দ্বিতীয় ডোজের ক্ষেত্রে অগ্রাধিকার বলে জানিয়েছে রাজ্য সরকার।
দেশজুড়ে তৃতীয় দফার কোভিড টিকাকরণ শুরু হচ্ছে আগামীকাল, শনিবার। ১৮ বছরের ঊর্ধ্বে কোনও ব্যক্তি নিতে পারবেন এই টিকা। গত ১৯ এপ্রিল ১৮ বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করে কেন্দ্র। টিকাকরণ শুরু হওয়ার কথা ছিল এরাজ্যেও। কিন্তু ভ্যাকসিনের অপ্রতুলতার জন্য আগামীকাল থেকে টিকাকরণ শুরু একরকম অনিশ্চিত। আগে রাজ্যের পক্ষ থেকে একাধিকবার ভ্যাকসিন কম বলে অভিযোগ করা হয়।
এদিকে কেন্দ্রের কাছে আরও ৩ কোটি ভ্যাকসিন চেয়ে চলতি সপ্তাহে চিঠি দিয়েছিল রাজ্য। দেড় কোটি রাজ্যবাসীর জন্য ৩ কোটি ভ্যাকসিন চেয়ে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। সরকারি হাসপাতালের জন্য ২ কোটি ভ্যাকসিনের আবেদন। বেসরকারি হাসপাতালের জন্য ১ কোটি ভ্যাকসিনের আবেদন।
তৃতীয় দফা টিকাকরণ শুরুর আগেই একাধিক হাসপাতালে ভ্যাকসিনের আকালের ছবি ধরা পড়েছে। সল্টলেক আমরি থেকে বাগবাজার সেন্ট্রাল স্টোর। আজ সকাল থেকেই একই চিত্র সব জায়গায়। এদিন সল্টলেক আমরিতে ভোর থেকে অপেক্ষার পর চূড়ান্ত হয়রানি হয় সাধারণ মানুষের। কবে মিলবে ভ্যাকসিন, জানাতে পারছে না কর্তৃপক্ষ। একই অবস্থা বাগবাজার সেন্ট্রাল স্টোরেও। কাল থেকে দেশ জুড়ে আঠারোর্ধ্বদের টিকার ঘোষণা কেন্দ্রের। কিন্তু কীভাবে সামলানো যাবে চাহিদা? দুশ্চিন্তায় সেন্ট্রাল স্টোরের কর্মীরা।
এদিকে, শুক্রবার কেন্দ্রীয় সরকার পরিসংখ্যান দিয়ে জানায়,কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্য সরকারগুলির হাতে ১ কোটি ভ্যাকসিনের ডোজ মজুত আছে। আগামী ৩ দিনে আরও ২০ লক্ষ ডোজ যোগান দেওয়া হবে। যদিও ভ্যাকসিনের বিপুল চাহিদা কীভাবে মিটবে তা নিয়ে ধন্দ কাটছে না।
সকাল থেকে লম্বা লাইন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মিলছে না ভ্যাকসিন। সাধারণ মানুষের অভিযোগ এমনটাই। ভোর থেকে অপেক্ষার পর চূড়ান্ত হয়রানি সাধারণ মানুষের। কবে মিলবে ভ্যাকসিন, জানাতে পারছে না কর্তৃপক্ষ। শহরের বেসরকারি হাসপাতালে এদিন ভ্যাকসিন নিতে হাজির হন অনন্ত চারশো থেকে পাঁচশো জন। এরপর ভ্যাকসিন নেই বলে নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। যেখানে লেখা, পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত টিকাকরণ বন্ধ থাকল। কর্তৃপক্ষের বক্তব্য, স্বাস্থ্য দফতর জানে, আমরা কিছু বলতে পারব না।
বিস্তারিত আসছে...