(Source: ECI/ABP News/ABP Majha)
Master's Course in the US: ভারতীয়দের জন্য বিশেষ সুযোগ, আমেরিকায় ১ বছরের স্নাতকোত্তর ডিগ্রি এবং কাজেরও সুযোগ
New Education Policy: ২০২৪ সালের শরৎ থেকে এই নয়া শিক্ষানীতির বাস্তবায়ন হতে চলেছে।
নয়াদিল্লি: বিদেশে পড়তে যেতে ইচ্ছুক ভারতীয় ছেলেমেয়েদের জন্য সুবর্ণ সুযোগ। শুধুমাত্র ভারতীয়দের জন্য নয়া শিক্ষানীতি নিয়ে এল আমেরিকার সরকার। ওই নয়া শিক্ষানীতির আওতায় ভারতীয় পড়ুয়ারা সেখানে গিয়ে পেশাগত বিষয়ে এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন। শিল্পক্ষেত্রে তার প্রয়োগ এবং ব্যবহার সংক্রান্ত শিক্ষাও থাকবে তার অন্তর্ভুক্ত। (Master's Course in the US)
বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত (STEM) বিভাগে স্নাতকোত্তর স্তরের বিশেষ কোর্স
২০২৪ সালের শরৎ থেকে এই নয়া শিক্ষানীতির বাস্তবায়ন হতে চলেছে। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত (STEM) বিভাগের জন্য স্নাতকোত্তর স্তরের বিশেষ কোর্স চালু হচ্ছে। কোর্স শেষ হওয়ার পর সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আমেরিকায় থাকার সুযোগও পাবেন ভারতীয় পড়ুয়ারা। সেখানে থেকে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করার পাশাপাশি উপার্জন করে শিক্ষা ঋণ মেটানোর সুযোগও মিলবে।
ভারতীয় পড়ুয়াদের জন্য বর্তমানে যে ভিসা নীতি রয়েছে, তার আওতায়ই এই সুযোগ মিলবে। আলাদা করে কোনও প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। ইতিমধ্যেই আমেরিকার ২০টি এবং ভারতের ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করছে আমেরিকার বিদেশ দফতর। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যোগ্যতমদের বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে।
আমেরিকার বিদেশ দফতরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিভাগের অখিলেশ লাখটাকিয়া এই নয়া শিক্ষানীতির প্রবর্তক বলে জানা গিয়েছে। ভারতীয় পড়ুয়াদের আমেরিকায় উন্নতমানের শিক্ষাগ্রহণের সুযোগ করে দিতেই উদ্যোগী হন তিনি। শুধুই শিক্ষালাভ নয়, আমেরিকায় থেকে তা কর্মক্ষেত্রে খাটানো এবং উপার্জনের সুযোগও করে দেওয়া হচ্ছে ভারতীয় পড়ুয়াদের।
প্রায় দু'দশক পর ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ আনা হয়েছে ভারতে
ভারতীয় শিক্ষা ব্যবস্থাও এই মুহূর্তে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রায় দু'দশক পর ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ (New Education Policy) আনা হয়েছে। এই নয়া শিক্ষানীতিতে সব ভারতীয়কে শিক্ষার সুযোগ করে দেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি, ভারতীয় শিক্ষাব্যবস্থার সঙ্গে পশ্চিমি শিক্ষাব্যবস্থার মেলবন্ধন এবং পড়ুয়া এবং শিক্ষবিদদের মধ্যে সংযোগের উল্লেখও রয়েছে নয়া শিক্ষানীতিতে। বাঁধাধরা নিয়মে আটকে না থেকে, স্কুলজীবন থেকেই আগ্রহ বুঝে বিভিন্ন শাখায় পড়ুয়াদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার কথাও বলা হয়েছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI