HIV Positive Girl: এক সিরিঞ্জ বহুজনকে! HIV পজিটিভ একরত্তি, প্রশ্নের মুখে সরকারি হাসপাতাল
UP Medical College:যখন HIV সংক্রমণের বিষয়টি সামনে আসে, রাতেই শিশুটিকে নিয়ে পরিবারকে জোর করে হাসপাতাল থেকে বার করে দেন স্বাস্থ্যকর্মীরা।
লখনউ: সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই। সেই আবহেই উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। সেখানে ইঞ্জেকশনের একটি সিরিঞ্চ একাধিক রোগীর উপর প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ। তার জেরে এক শিশুর শরীরে HIV ধরা পড়েছে বলে অভিযোগ পরিবারের। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।
উত্তরপ্রদেশের এটার ঘটনা। সেখানকার রানি অবন্তীবাই লোধি সরকারি মেডিক্যাল কলেজে ওই শিশুকে ভর্তি করা হয়। তার শরীরেই HIV সংক্রমণ ধরা পড়েছে বলে দাবি পরিবারের। এ নিয়ে শনিবার জেলাশাসক অঙ্কিতকুমার আগরওয়ালের কাছে অভিযোগ জানান মেয়েটির মা-বাবা। তাঁরা জানান, ওই হাসপাতালে একাধিক শিশুর শরীরে একই ইঞ্জেকশনের সিরিঞ্জ প্রয়োগ করা হচ্ছিল।
বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। মেয়েটির পরিবার জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পর যখন HIV সংক্রমণের বিষয়টি সামনে আসে, রাতেই শিশুটিকে নিয়ে তাঁদের জোর করে হাসপাতাল থেকে বার করে দেন স্বাস্থ্যকর্মীরা। এটা-র মুখ্য স্বাস্থ্য আধিকারিক উমেশকুমার ত্রিপাঠীর কাছেও পৌঁছেছে বিষয়টি। তাঁকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। তদন্তের রিপোর্ট সরাসরি জেলাশাসকের হাতে উঠবে।
উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে অবগত তাঁরা। রানি অবন্তীবাই লোধি সরকারি মেডিক্যাল কলেজের কাছ থেকে এ নিয়ে কৈফেয়ত চাওয়া হয়েছে বলে জানান। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারে স্বাস্থ্য বিভাগের দায়িত্বেও রয়েছেন পাঠক। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
HIV নিয়ে বিগত কয়েক দশকে সচেতনতা বাড়লেও, এখনও পর্যন্ত তার উপশমের উপায় আবিষ্কৃত হয়নি। Human Immunodeficiency Virus এই সংক্রমণের জন্য় দায়ী। তবে HIV পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও, চিকিৎসার মাধ্যমে সংক্রমণকে ছড়িয়ে পড়া থেকে রোখা সম্ভব। তাতে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেন রোগী। কিন্তু চিকিৎসা না হলে, এই সংক্রমণ গুরুতর আকার ধারণ করে, যা AIDS নামে পরিচিত।
মানবশরীরে রক্তজাত তরলের মাধ্যমে HIV সংক্রমণ ছড়িয়ে পড়ে। আবার আক্রান্তের সঙ্গে যৌন সম্পর্ক, স্তন্যপানের মাধ্যমেও ছড়াতে পারে। এক ইঞ্জেকশনের সিরিঞ্জ একাধিক রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হলেও, ছড়ায় HIV সংক্রমণ, যা কিনা অধিকাংশ ক্ষেত্রে ঘটে থাকে। HIV এবং AIDS রোগীর রোগপ্রতিরোধ শক্তিকে একেবারে গুঁড়িয়ে দেয়। তাতে আরও সহজে নানা রোগ বাসা বাঁধে শরীরে, যার বিরুদ্ধে লড়ার ক্ষমতাই থাকে না। চিকিৎসকদের একাংশের মতে, AIDS হলেই আয়ু কমে যায় না। বরং রোগপ্রতিরোধ ক্ষমতা না থাকায় একাধিক রোগ এবং সংক্রমণ জটিল আকার ধারণ করে। তাতেই মৃত্যুর দিকে এগিয়ে যায় রোগী।