এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
থানায় অভিযোগ জানাতে যাওয়া মহিলার সামনেই অশালীন যৌন আচরণ, সাসপেন্ড পুলিশ অফিসার
তিনি বলেছেন, প্রথমে ওনার বদ আচরণ উপেক্ষা করি, চেষ্টা করি যাতে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে আমাদের অভিযোগটা আগে উনি গ্রহণ করেন। কিন্তু তখন আমারই এক আত্মীয়া জানান, তাঁর সামনেও একই ধরনের যৌনগন্ধী, খারাপ আচরণ করেছেন ওই পুলিশকর্তা। তখনই আমি ঠিক করি, ওনার কুকর্মের ছবি তুলে রাখব।
![থানায় অভিযোগ জানাতে যাওয়া মহিলার সামনেই অশালীন যৌন আচরণ, সাসপেন্ড পুলিশ অফিসার UP Police officer masturbates before woman complainant, suspended থানায় অভিযোগ জানাতে যাওয়া মহিলার সামনেই অশালীন যৌন আচরণ, সাসপেন্ড পুলিশ অফিসার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/10/06210632/UP-police.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দেওরিয়া: উত্তরপ্রদেশের দেওরিয়ার এক মহিলা থানায় গিয়েছিলেন অভিযোগ দায়ের করতে। তাঁর সামনেই ভাটনি থানার স্টেশন হাউস অফিসার হস্তমৈথুন করেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। ভীষ্ম পাল সিংহ নামে ওই পুলিশকর্তার অশালীন আচরণের ছবি তুলে নেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই ওই পুলিশকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ লেখানোর জন্য ভীষ্ম পালের ঘরে তাঁকে নিয়ে যাওয়া হলে তাঁর সামনেই তিনি নিজের গোপনাঙ্গে হাত দিয়ে অশালীন কাজকর্ম করতে থাকেন বলে দাবি করেছেন ওই মহিলা।
তিনি বলেছেন, প্রথমে ওনার বদ আচরণ উপেক্ষা করি, চেষ্টা করি যাতে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে আমাদের অভিযোগটা আগে উনি গ্রহণ করেন। কিন্তু তখন আমারই এক আত্মীয়া জানান, তাঁর সামনেও একই ধরনের যৌনগন্ধী, খারাপ আচরণ করেছেন ওই পুলিশকর্তা। তখনই আমি ঠিক করি, ওনার কুকর্মের ছবি তুলে রাখব।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যাওয়ায় সাসপেন্ড করা হয়েছে ভীষ্ম পালকে।
দেওরিয়ার পুলিশ সুপার শ্রীপতি মিশ্র বলেছেন, এফআইআর রুজু করে ওকে সাসপেন্ড করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)