এক্সপ্লোর
Advertisement
চিন সীমান্ত যাচ্ছিল সেনা মৃত্যুর বদলা নিতে, আলিগড়ে একদল শিশুকে ধরে ফেলল উত্তর প্রদেশ পুলিশ
শান্ত হওয়ার পর ওই শিশুদের বাড়ি পৌঁছে দেয় পুলিশ।
লখনউ: ইচ্ছে ছিল লাদাখ গিয়ে চিনের হাতে ভারতীয় সেনা মৃত্যুর বদলা নেওয়ার। কিন্তু পথেই বাদ সাধল পুলিশ। গোটাদশেক নাছোড় পুঁচকেকে বাড়ি ফেরত পাঠাল তারা।
উত্তর প্রদেশের আলিগড়ের রাস্তায় ওই শিশুদের ধরে ফেলে পুলিশ। বাড়ি ছেড়ে সদর রাস্তা ধরে হাঁটা দিয়েছিল তারা। প্রশ্নের জবাবে তারা জানায়, তারা চলেছে চিন সীমান্তে, ভারতীয় সেনা হত্যার বদলা নিতে। তাদের দেশপ্রেম ও সেনাবাহিনীর প্রতি ভালবাসার প্রশংসা করে পুলিশ। তবে আগে তাদের কাউন্সেলিং করানো হয়, যাতে পরবর্তীতে ভাবনাচিন্তা করে কাজ করতে পারে।
শান্ত হওয়ার পর ওই শিশুদের বাড়ি পৌঁছে দেয় পুলিশ।
কোনও প্ররোচনা ছাড়াই সোমবার রাতে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাদের ওপর হামলা চালায় চিনা সেনা। পেরেক গাঁথা ও কাঁটাতারে মোড়া লাঠি দিয়ে আচম্বিত আক্রমণে প্রাণ হারান ২০ জন সেনা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, পাল্টা জবাবে অন্তত ৪৩ জন চিনা সেনা খতম হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
খবর
Advertisement