করোনাভাইরাসের জন্য দায়ী চিনকে 'শায়েস্তা' করতে ১৮-দফা প্রস্তাব পেশ মার্কিন সেনেটরের
"চিন হল এমন একটা দেশ যারা নিজেদের নাগরিকদের শ্রমিক শিবিরে আটকে রাখে।..."
ওয়াশিংটন: করোনাভাইরাসের জন্য চিনকে দায়ী করে ১৮-দফা প্রস্তাব পেশ করলেন এক মার্কিন সেনেটর। ওই প্রস্তাবে, বিশ্বব্যাপী মারণ কোভিড-১৯ অতিমারী ছড়িয়ে পড়ার জন্য চিনের মিথ্যাচার, প্রতারণা ও লুকনোর চেষ্টা করার জন্য চিনকে দায়ী করা উচিত বলে দাবি করা হয়েছে।
চিনের এই কৃতকর্মের জন্য তাদের বিরুদ্ধে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, তার জন্য একাধিক পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে যেমন ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে, তেমনই জাপানের সঙ্গে সম্পর্ক আওর মজবুত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সেনেটর থম তিলিস বলেন, চিনা সরকার ইচ্ছাকৃতভাবে বিশ্ব-অতিমারীকে ঢাকার চেষ্টা চালিয়েছে। চিন হল এমন একটা দেশ যারা নিজেদের নাগরিকদের শ্রমিক শিবিরে আটকে রাখে। আমেরিকার প্রযুক্তি ও চাকরি চুরি করে। আমাদের শরিক রাষ্ট্রগুলির সার্বভৌমত্বকে হুমকি দেয়।
তিলিসের পেশ করা প্রস্তাবে বলা হয়েছে--
- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তিবৃদ্ধি করতে অবিলম্বে ২০ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করতে।
- ভারত, তাইওয়ান ও ভিয়েতনামকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রি বৃদ্ধি করতে।
- জাপান ও দক্ষিণ কোরিয়াকে তাদের সামরিক শক্তি বৃ্দ্ধিতে সাহায্য করতে। বিশেষকরে আমেরিকার আক্রমণাত্মক সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাব দিতে।
- চিনের ওপর সরবরাহ নির্ভরতা ধীরে ধীরে একেবারে সরিয়ে ফেলতে। উৎপাদনকে চিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ফিরিয়ে আনতে।
- চিন যাতে মার্কিন প্রযুক্তি চুরি না করতে পারে, তার জন্য মার্কিন সংস্থাগুলিকে বিশেষ ইনসেন্টিভ দিতে।
- চিনা হ্যাকারদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তাকে আরও জোরদার করতে।
- আমেরিকার করদাতাদের টাকা দিয়ে চিনারা যাতে নিজেদের ঋণশোধ না করতে পারে, তা নিশ্চিত করতে।
- চিনা প্রযুক্তি সংস্থাকে নিষিদ্ধ করতে। একইভাবে, অন্য মিত্র রাষ্ট্রগুলির সঙ্গে কথা বলতে, যাতে তারাও একই পদক্ষেপগ্রহণ করে।
- কোভিড-১৯ নিয়ে মিথ্য কথা বলার জন্য চিনের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হোক।
- একইসঙ্গে, চিনাদের মানবাধিকারের লঙ্ঘনের তথ্যপ্রমাণ সকলের সামনে তুলে ধরা হোক। এক্ষেত্রেও চিনের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।
- প্রস্তাবে বলা হয়েছে, ২০২২ সালে বেজিংয়ে অনুষ্ঠিত হতে চলা শীতকালীন অলিম্পিক্স থেকে নাম প্রত্যাহার করুক মার্কিন যুক্তরাষ্ট্র।
- মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই চিনের আত্মপ্রচার বন্ধ করতে হবে। চিনা সরকার পরিচালিত সংবাদমাধ্যমকে অপপ্রচার হিসেবে গণ্য ও ঘোষণা করতে হবে।