Uttar Pradesh News: ট্রেন থেকে নেমে রেললাইন পেরনোর চেষ্টা, বিপরীত দিকের ট্রেনের ধাক্কায় মৃত ৪; মর্মান্তিক ঘটনা মির্জাপুরে
Yogi Adityanath : ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারকে তিনি সমবেদনা জানিয়েছেন।

মির্জাপুর : মর্মান্তিক ঘটনা। রেললাইন পেরনোর সময় ট্রেনের ধাক্কায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের মির্জাপুরের ঘটনা। অন্য একটি ট্রেন থেকে তাঁরা নামার পরই এই দুর্ঘটনার মুখে পড়েন। রেলের আধিকারিকরা জানিয়েছেন, প্ল্যাটফর্মের বিপরীত দিকের একটি ট্রেন থেকে নামার পরই দুর্ঘটনার মুখে পড়েন তাঁরা। তাঁরা রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেন তাঁদের ধাক্কা দেয়। প্ল্যাটফর্মে নেমে যাওয়ার কথা ছিল তাঁদের, কিন্তু তা না করে রেললাইন দিয়ে পেরনোর চেষ্টা করায় তাঁরা দুর্ঘটনার মুখে পড়েছেন বলে উল্লেখ করেন আধিকারিকরা। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারকে তিনি সমবেদনা জানিয়েছেন। ঘটনাস্থলে যাওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। Uttar Pradesh News
ছত্তীসগঢ়ে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
গতকালই ছত্তীসগঢ়ের বিলাসপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনের একটা বড় অংশ একেবারে উঠে পড়ে মালগাড়ির উপর। তখনই ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। গুরুতর আহত হন বহুজনই। আশঙ্কাই ছিল, মৃতের সংখ্যা আরও বাড়বে। বুধবার সকালে শেষ পাওয়া খবর অনুসারে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১। ৬ জন মহিলা ও ২ জন শিশু সহ গুরুতর জখম হয়েছেন ২০ জন।
মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ জয়রামনগর স্টেশনের কাছে কোরবা প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। MEMU লোকাল ৬৮৭৩৩ গেভরা রোড থেকে বিলাসপুরের দিকে যাচ্ছিল। সেই সময় আপ লাইনের গটোরা থেকে বিলাসপুরের মধ্যে মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে, যাত্রীবাহী ট্রেনের একটা বড় অংশ সটান মালগাড়ির ওপরে উঠে যায়। তাতেই ভয়ঙ্কর বিপদ ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যাত্রীবাহী ট্রেনটির লোকো পাইলট বিদ্যা সাগর। অল্পের জন্য বেঁচে গিয়েছেন সহকারী লোকো পাইলট রশ্মি রাজ। তিনি গুরুতর আহত। দুর্ঘটনার কিছুক্ষণ আগে ব্রেক ভ্যান থেকে লাফিয়ে পড়েন মালবাহী ট্রেনের গার্ড। তিনি সামান্য আঘাত পেয়েছেন।
রেল আধিকারিকদের সূত্রে খবর, ধাক্কা এতটাই তীব্র ছিল যে যাত্রীবাহী একটি বগি পণ্যবাহী ট্রেনের একটি ওয়াগনে ধাক্কা দেয়। তারপর সোজা উপরে উঠে যায়। ধ্বংসস্তূপে আরও দুই থেকে তিনজন আটকা পড়ে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। আহত বেশ কয়েকজন যাত্রীর অবস্থা গুরুতর। তাঁদের চিকিৎসা চলছে।






















