Uttarakhand Tunnel Rescue Operations: ধাতব কাঠামোয় লেগে বিগড়ে গেল ড্রিল মেশিন, উত্তরাখণ্ডের সুড়ঙ্গে উদ্ধারকার্যে আবারও বাধা
Uttarkashi Rescue Operations: এর আগে, বৃহস্পতিবারও উদ্ধারকার্য চলাকালীন যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।
![Uttarakhand Tunnel Rescue Operations: ধাতব কাঠামোয় লেগে বিগড়ে গেল ড্রিল মেশিন, উত্তরাখণ্ডের সুড়ঙ্গে উদ্ধারকার্যে আবারও বাধা Uttarakhand Tunnel Rescue Operations faced setback again due to technical glitch Uttarakhand Tunnel Rescue Operations: ধাতব কাঠামোয় লেগে বিগড়ে গেল ড্রিল মেশিন, উত্তরাখণ্ডের সুড়ঙ্গে উদ্ধারকার্যে আবারও বাধা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/25/f4d1c2aabad4d003e61eee21e8e505051700885769825338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দেহরাদূণ: এই আশার বাণী শোনা যাচ্ছে, তো পরমুহূর্তেই ফের বিপত্তি বাধছে। উত্তরাখণ্ডে সুড়ঙ্গ বিপর্যয়ের ১৪তম দিনেই পরিস্থিতির উন্নতি নেই। বরং শুক্রবার রাতে ফের ব্যাহত হয় উদ্ধারকার্য। আমেরিকা থেকে আমদানি করা ড্রিলিং মেশিন বিগড়ে যায়। তার ফলে দীর্ঘ ক্ষণ বন্ধ ছিল উদ্ধারকার্য। শনিবার সকাল থেকে নতুন করে উদ্ধারকার্য শুরু হলেও, ধ্বংসস্তূপে আটকে থাকা ৪১ জন শ্রমিককে বের করে আনতে আরও সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। (Uttarakhand Tunnel Rescue Operations)
বেশ কয়েক ঘণ্টা বন্ধ রইল উদ্ধারকার্য
এর আগে, বৃহস্পতিবারও উদ্ধারকার্য চলাকালীন যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তার পর ফের বিপত্তি দেখায় দেয় শুক্রবার রাতে। ধাতব কাঠামোর উপর চালাতে গিয়ে ড্রিল মেশিনটি বিগড়ে যায় বলে জানা যায়। তার জন্য বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকে উদ্ধারকার্য। শুক্রবার পরিস্থিতির তদারকি করতে পৌঁছন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামিও। কেন্দ্র এবং রাজ্যের যৌথ সহযোগিতায় উদ্ধারকার্য চালান বলে দাবি করেছেন তিনি। (Uttarkashi Rescue Operations)
শেষ বার উদ্ধারকারীরা জানিয়েছিলেন, আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছতে আর ১২ মিটারের মতো খোঁড়াখুঁড়ি বাকি রয়েছে। কিন্তু বারং বার যান্ত্রিক গোলযোগে দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করার আশা ক্ষীণ হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের আধিকারিক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়ত আতা হুসেন জানিয়েছেন, কখন উদ্ধারকার্য শেষ হবে, তা নিয়ে এখন থেকে কিছু অনুমান করা উচিত নয়।
আরও পড়ুন: DGCA Advisory:মাঝ আকাশে উধাও বিমানের জিপিএস সিগন্যাল! মোকাবিলায় অ্যাডভাইসারি GGCA-র
কেন্দ্রীয় সড়ক-পরিবহণ বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদ আহমেদ জানিয়েছেন, ধ্বংসস্তূপের মধ্যে ছ'মিটার দীর্ঘ আরও দু'টি পাইপ ঢোকানো হয়েছে, যাতে আটকে পড়া শ্রমিকদের বের করার কাজ সহজতর হয়। তবে বার বার উদ্ধারকার্য বাধাপ্রাপ্ত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। রাতে সুড়ঙ্গের বাইরেই ছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর। উদ্ধারকার্য শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো যায়নি এখনও
সংবাদমাধ্যমে পুষ্কর জানান, প্রধানমন্ত্রী পরিস্থিতির দিকে নজর রেখেছেন। খবর নিচ্ছেন প্রতি মুহূর্তে। কী সমস্যা হচ্ছে, তার সমাধানই বা কী, বিশদে জানছেন। উদ্ধারকার্যে ইতিমধ্যে ড্রোনও নামানো হয়েছে। সুড়ঙ্গের ভিতরে ড্রোন পাঠানোর পরিকল্পনাও রয়েছে। কিন্তু ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো যায়নি এখনও। তাই ড্রোন ভিতরে পাঠানো সম্ভব হচ্ছে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)