Vamika Update: বিরাটের হাফসেঞ্চুরি হতেই ভাইরাল ছোট্ট ভামিকার ছবি, ক্ষুব্ধ বিরুষ্কা অনুরাগীরা
Vamika Update: অনুষ্কা শর্মা, বিরাট কোহলির মেয়ে ভামিকার বয়স মাত্র ১ বছর। প্রথম থেকেই মেয়েকে নিয়ে তাঁরা প্রাইভেসি বজায় রেখেছেন। একাধিকবার তাঁরা পরিষ্কার জানিয়েছেন, মেয়ের ছবি প্রকাশ্যে আসুক চান না।
নয়াদিল্লি: কেপ টাউনে চলছে ওয়ান ডে সিরিজের (One Day Series) তৃতীয় ম্যাচ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) ম্যাচ দেখতে মেয়ে ভামিকাকে (Vamika) নিয়ে স্ট্যান্ডে হাজির ছিলেন বলিউড তারকা অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) অর্ধশতরান করতেই ক্যামেরার ফোকাস ঘোরে একরত্তি ভামিকার দিকে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিরুষ্কার সন্তান ভামিকার প্রথম ছবি। বিরাটের অর্ধশতরান দেখে উচ্ছ্বসিত অনুষ্কাকে দেখা যায় মেয়েকে কোলে নিয়ে হাততালি দিতে।
মায়ের কোলে একরত্তি ভামিকা বেশ আনন্দ করে ম্যাচ দেখছিল তা তার মুখ দেখেই স্পষ্ট। তবে স্ক্রিনে যেটুকু সময়ে খুদেকে দেখা যায় তারমধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এক ট্যুইটার ব্যবহারকারী এই ছবি পোস্ট করে দেন। তবে ব্যাপারটা মোটেই ভাল ভাবে নেননি বিরুষ্কা ভক্তরা। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি অনুরাগীরা ওই পোস্টটি মুছে ফেলার জন্য বারবার অনুরোধ করতে থাকেন।
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির মেয়ে ভামিকার বয়স মাত্র ১ বছর। প্রথম থেকেই মেয়েকে নিয়ে তাঁরা প্রাইভেসি বজায় রেখেছেন। একাধিক সময়ে তাঁরা পরিষ্কার জানিয়েছেন যে মেয়ের ছবি প্রকাশ্যে আসুক তাঁরা চান না। বিভিন্ন সময়ে পাপারাৎজি ও মিডিয়ায় অনুরোধ করেছেন বিরাট ও অনুষ্কা যেন ভামিকার ছবি কোথাও ছাপা না হয়। সম্প্রতি অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে মিডিয়া ও পাপারাৎজিদের ধন্যবাদও জানান। কারণ তাঁরা বিরুষ্কার কথার সম্মান করেই ভামিকার কোনও ছবি কোথাও পোস্ট করেননি।
কিন্তু শেষ রক্ষা হল না। কয়েক ঝলক স্ট্যান্ডে মায়ের কোলে ভামিকাকে দেখা যেতেই তার স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হল। জনৈক নেটিজেনের এমন কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ বিরুষ্কা অনুরাগীরা। তাঁদের বক্তব্য, বিরুষ্কার সিদ্ধান্তকে সম্মান করেই যেন ভামিকার ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেওয়া হয়।
আরও পড়ুন: Shahrukh Khan Update: ইচ্ছেপূরণ! মিশরের অনুরাগীর কাছে অটোগ্রাফ সহ ছবি-নোট পাঠালেন শাহরুখ খান
এদিন সোশ্যাল মিডিয়া রীতিমতো দুই দলে বিভক্ত। একদিকে যখন একদল মানুষ হুড়মুড়িয়ে শেয়ার করছেন একরত্তি ভামিকার ছবি। অপর দিকে, বিরাট-অনুষ্কার ভক্তরা অনুরোধ করে চলেছেন তাঁদের সিদ্ধান্তকে সম্মান জানানোর। এই নিয়ে রীতিমতো সরগরম নেট দুনিয়া।