Viral News: পাকিস্তানি কন্যার প্রেমে পেরিয়েছিলেন কাঁটাতার, গিয়ে 'না' শুনতে হল, জেলে ঠাঁই ভারতীয় যুবকের
India-Pakistan Relations: মাঝখানে কাঁটাতারের বেড়া উঠে গিয়েছে।
লাহৌর: প্রেমের জন্য দেশ ছেড়েছিলেন। কাঁটাতারের বেড়া পেরনোর ঝুঁকি নিয়েছিলেন যুবক। কিন্তু মুখের উপর না করে দিলেন প্রেমিকাই। ফেসবুকে যতই প্রেমালাপ হোক না কেন, বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন। প্রেমের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত হাজতে ঠাঁই হল যুবকের। (Viral News)
মাঝখানে কাঁটাতারের বেড়া উঠে গিয়েছে। তার পরও ভারত ও পাকিস্তানের মধ্যে প্রণয়ের সম্পর্ক থেমে থাকেনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে যোগাযোগ সহজ হয়ে উঠেছে আরও। আর সেই সূত্রেই পাকিস্তানের এক তরুণী, ২১ বছর বয়সি সানা রানির সঙ্গে আলাপ হয় উত্তরপ্রদেশের আলিগড়ের যুবক, ৩০ বছর বয়সি বাদলবাবুর। (India-Pakistan Relations)
জানা গিয়েছে, ফেসবুকে পাকিস্তানি তরুণীর সঙ্গে আলাপ বাদলের। তার পর গত আড়াই বছর ধরে নিয়মিত কথা বলছিলেন তাঁরা। ফেসবুকেই মন দেওয়ানেওয়া হয় বলে দাবি বাদলের। ওই তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। সেই মতো জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পেরোন। পাকিস্তানে গিয়ে উপস্থিত হন।
কিন্তু লাহৌর থেকে ২৪০ কিলোমিটার দূরে, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মান্ডি বাহাউদ্দিনে গত সপ্তাহে গ্রেফতার হন বাদল। বেআইনি ভাবে সীমান্ত পেরনোর জন্য তাঁকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। সেখানে আপাতত জেলবন্দি রয়েছেন বাদল। সব বৃত্তান্ত শুনে ওই তরুণীর সঙ্গেও যোগাযোগ করে পুলিশ। কিন্তু ওই তরুণী জানিয়েছেন, বাদলকে বিয়ে করবেন না তিনি।
বাদল এবং সানার ফেসবুক চ্যাটের রেকর্ড নিয়েছে পাকিস্তানের পুলিশ। কিন্তু সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে পঞ্জাব প্রদেশের পুলিশ আধিকারিক নাসির শাহ জানিয়েছেন, বাদলকে বিয়েতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন সানা। সানার দাবি, আড়াই বছর ধরে ফেসবুকে কথা হচ্ছে ঠিকই। কিন্তু তিনি বাদলকে বন্ধু মনে করেন। বিয়ে করতে ইচ্ছুক নন।
মান্ডি বাহাউদ্দিনের মউঙ্গ গ্রামে বাড়ি সানার। সীমান্ত টপকে সেখানেই হাজির হন বাদল। কিন্তু পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রামে কি সানার সঙ্গে দেখা হয়েছিল বাদলের? সেই নিয়ে কিছু জানা যায়নি যদিও। চাপে পড়েই বাদলকে বিয়ে করা নিয়ে সানা বেঁকে বসেছেন কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে পিটিআই সূত্রে খবর, বাদলকে গ্রেফতার করার পর সানা এবং তাঁর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
বাদলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। কোনও রকম কাগজপত্র ছাড়া, বেআইনি ভাবে তিনি পাকিস্তানে প্রবেশ করেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় আদালতেও তোলা হয় বাদলকে। আপাতত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। ১০ জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে।
এর আগে, ভারত থেকে এক মহিলা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকেন প্রেমের টানে। সেখানে গিয়ে ধর্মান্তরিত হন তিনি। নাসরুল্লা নামের এক যুবককে বিয়ে করেন। গত বছর পাকিস্তান থেকে আবার সীমা হায়দর নামের এক মহিলা ভারতে চলে আসেন। PUBG খেলতে গিয়ে ভারতীয় যুবকের সঙ্গে আলাপ। নেপাল হয়ে ভারতে ঢোকেন সীমা। সঙ্গে আনেন চার সন্তানকেও। বিয়ে করে এখন ভারতেই সংসারী তিনি।
একই ভাবে, ১৯ বছর বয়সি পাকিস্তানি কন্যা ইকরা জিওয়ানি প্রেমে পড়েন ২৫ বছর বয়সি ভারতীয় যুবক মুলায়ম সিংহ যাদবের। অনলাইন গেম খেলতে গিয়ে আলাপ তাঁদেরও। ইকরা এবং মুলায়ম নেপালে বিয়ে সারেন।