Viral Video: ২ বছরের খুদের হাতে বিশালাকার রাক্ষুসে সাপ, ভিডিও দেখে হতবাক নেটিজেনরা
সাপের সঙ্গে সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার হতেই মুহুর্তে ভাইরাল।

নয়া দিল্লি: কোনও মা-বাবা কখনই চায় না তাঁদের সন্তান সাপের মুখোমুখি হোক, তাও যদি আবার বিশালাকার পাইথনের। কিন্তু খুদের বড় শখ সাপ নিয়ে খেলার। তাই ওইটুকু হাতেই সাপের লেজ ধরে খেলা করতে শুরু করেছে ২ বছরের বাচ্চা। সাপের সঙ্গে সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার হতেই মুহুর্তে ভাইরাল।
যদিও তাঁর বাবা অবশ্য এই কাজে তাঁকে উৎসাহিত করছে। তবে এই ভিডিওটি দেখে নেটিজেনরা মুগ্ধ হওয়ার বদলে হতবাকই হয়েছে। অস্ট্রেলিয়ার ম্যাট রাইট তার দুই বছরের ছেলেকে নিয়ে এই ভিডিওটি করেছেন। একটি বিশাল অজগরকে বের করে আনছে দু' বছরের ওই একরত্তি। তবে এই ভিডিও ইনস্টাগ্রামে দেওয়ার পরই অনলাইনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
ভিডিওতে, নির্ভীক শিশুটিকে আত্মবিশ্বাসের সঙ্গে দুই মিটার জলপাই রঙা অজগরের লেজ দুই হাত দিয়ে ধরে ঘাসে টানতে শুরু করে। বিশাল আকারের সেই সাপ, যা বাচ্চাটির আকারের প্রায় কয়েকগুণ দীর্ঘ সেটি একটি কাঠের স্তম্ভের চারপাশে নিজেকে আবৃত করার চেষ্টা করে। বাবা ম্যাট রাইট অবশ্য বাচ্চাটিকে অনুরোধ করে "তাকে বের করে আনতে"।
যদিও জলপাই অজগরগুলি মানুষের জন্য বিষাক্ত এবং ক্ষতিকারক নয়, অনেকেই ভিডিওটি দেখে খুশি হননি। তাঁদের মত, এটি বাচ্চাকে পরবর্তী সময়ে যে কোনো সাপ ধরতে উৎসাহিত করতে পারে, তা চিন্তার। যদিও অনেক বাবা-মা উদ্বেগ প্রকাশ করেছিলেন যে শিশুটি হয়তো বিষাক্ত এবং বিষাক্ত নয় এমন সরীসৃপের মধ্যে পার্থক্য করতে পারবে না, ফলে অজান্তেই বিপদের সম্মুখীন হতে পারে।
যদিও এই রাইট পরিবার অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চল জুড়ে তাঁদের নিয়মিত অভিযানের জন্য পরিচিত। তাঁদের হেলিকপ্টার ব্যবহার করে অস্ট্রেলিয়ার না জানা অংশগুলি অন্বেষণ করে যেখানে ম্যাট প্রায়শই বিশাল বিশাল কুমিরের সঙ্গে কুস্তিও করেন তিনি এবং তাদের স্থানান্তরে সহায়তা করে।






















