(Source: ECI/ABP News/ABP Majha)
Viral Video: সংসারে প্রবল অর্থাভাব, পেটের টানে পরোটা বেচল ৯ বছরের বালক
উপলক্ষ্য কেবল একটাই খিদের জ্বালা মেটানো। সেই লড়াইকে এক খুদের জীবন যুদ্ধের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
নয়া দিল্লি: পেটের জ্বালায় মেটাতে কত কী না করতে হয় মানুষকে। জুতো সেলাই থেকে চণ্ডিপাঠ, সব রকমের কাজ করতেই বাধ্য হয় সকলে। উপলক্ষ্য কেবল একটাই খিদের জ্বালা মেটানো। সেই লড়াইকে এক খুদের জীবন যুদ্ধের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার পাশের একটি খাবারের স্টল থেকে পরোটা বিক্রি করছে ৯ বছরের এক বালক। সম্প্রতি ফরিদাবাদে চাইনিজ এবং তিব্বতি খাবার বিক্রি করছে এক ১৩ বছর বয়সী বালক, এমন ভিডিও ভাইরাল হয়েছিল। এবার দেখা গেল তেমনই এক দৃশ্য। পরিবারকে আর্থিক সাহায্য করতে এবার খাবার বিক্রি করতে দেখা গেল এক খুদেকে।
আরও পড়ুন, পেন্সিল চুরি করেছে সহপাঠী, নালিশ জানাতে থানায় পৌঁছে গেল শিশু,মজাদার ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়
ইতিমধ্যেই ১.৪ মিলিয়ন ভিউজ হয়েছে ভিডিওটির। যদিও নেটিজেনরা ছেলেটির ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অনেকে যেমন ছেলেটির দক্ষতার প্রশংসা করেছে, তেমন একাংশ আবার বলেছেন যে এই বয়সে রাস্তায় খাবার বিক্রি করার পরিবর্তে তার স্কুলে যাওয়া উচিত এবং শিক্ষা গ্রহণ করা উচিত।
ফরিদাবাদের বাসিন্দা ১৩ বছরের দীপেশের একটি ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি দীপেশের কুকিং স্কিল ভাইরাল হয়েছে ইউটিউবে। আর মাত্র ১৩ বছরের বালকের এই দক্ষতা অবাক করতে পারে যে কারোওকে।
এক ফুড ব্লগারের ভিডিওতে ওই ১৩ বছরের বালক জানান, প্রতিদিন নিয়ম করে স্কুলে যায় সে। স্কুল থেকে ফিরে পড়াশোনা সেরে সন্ধ্যা নাগাদ এসে তার দোকান খোলে। রাত ৮-৯টা পর্যন্ত খাবার বানায়। মা-বাবাকে আর্থিক ভাবে সাহায্য করতেই এই কাজ করেন তিনি।