Watch: জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিলেন ৬ বছরের ছোট্ট প্রাণ, ময়ূরকে স্যালুট জানালেন লক্ষণ
VVS Laxman: কিন্তু আচমকাই সেই সময় ৬ বছরের ছোট্ট ছেলেটি প্ল্যাটফর্ম থেকে পড়ে যায় রেললাইনে। এরপর উল্টোদিক থেকে তখন একটি ট্রেন আসছিল।
মুম্বইঃ নিজের জীবন বাজি রেখে প্রাণ বাঁচিয়েছিলেন এক ৬ বছরের ছোট্ট ক্ষুদের। মুম্বইয়ের ভেঙ্গানি রেলওয়ে স্টেশনের একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছিল ২ বছর আগে। যেখানে দেখা যাচ্ছিল যে নিজের অন্ধ মাকে নিয়ে এক শিশু প্ল্যাটফর্ম দিত্যে হেটে যাচ্ছিল। কিন্তু আচমকাই সেই সময় ৬ বছরের ছোট্ট ছেলেটি প্ল্যাটফর্ম থেকে পড়ে যায় রেললাইনে। এরপর উল্টোদিক থেকে তখন একটি ট্রেন আসছিল। ছোট্ট ছেলেটি কোনওভাবেই প্ল্যাটফর্মে উঠতে পারছিল না। দূর থেকে ঘটনাটি চোখে পড়ে সেই রেলস্টেশনে কর্মরত ময়ূর শেলকের। তিনি তৎক্ষণাৎ কিছু না ভেবেই ছেলেটিকে বাঁচাতে। ট্রেন একদম বিপদসীমায় আসার আগেই ছোট্ট ছেলেটিকে নিয়ে প্ল্যাটফর্মে উঠে পড়েন ময়ূর। সেই ঘটনার ভিডিও ক্লিপিংস ২ বছর পরে নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ময়ূরকে স্যালুট জানিয়েছেন লক্ষ্মণ।
Bow down in gratitude to Mayur Shelke who saved the life of a 6 year old child of a visually impaired mother,risking his own life .
— VVS Laxman (@VVSLaxman281) March 21, 2023
The railways announced a cash prize for Mayur,and he donated half of it for the child’s education. Proud of Mayur’s values🙏🏼pic.twitter.com/Mc9ct5Z63a
সেই বীরের মত কাজের জন্য রেলওয়েজের তরফ থেকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল ময়ূরকে। কিন্তু তিনি সেই অর্থেরও অর্ধেক সেই ছোট্ট বালকটির পড়াশুনার জন্য দিয়ে দিয়ে নিজের মহানুভবতার আরও একবার প্রমাণ দিয়েছিলেন। নিজের ট্যুইটে তারও উল্লেখ করেন লক্ষ্মণ।
নাইটদের অনুশীলনে নজরে শুধুই রাসেল
প্রথম দিনের অনুশীলনে তাঁর দেখা পাওয়া যায়নি। দ্বিতীয়দিন তাই সবার ফোকাস ছিল তাঁর দিকেই। তিনি এলেন, কিন্তু মাঠে নামতে পারলেন না। তিনি আর কেউ নন, কলকাতা নাইট রাইডার্সের প্রাণভোমরা আন্দ্রে রাসেল। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর। তবে বৃষ্টি তাল কাটল অনুশীলনের ২ দিনই। যার জন্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যাদবপুর ক্যাম্পাসের বদলে ইডেনের ইন্ডোরে চলল অনুশীলন।