এক্সপ্লোর
Advertisement
দেখুন, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে সমুদ্র সৈকতে প্লাস্টিক কুড়োলেন প্রধানমন্ত্রী
শনিবার মামাল্লাপুরমের সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী মোদিকে কুড়োতে দেখা গেল প্লাস্টিক। নিজে হাতে পরিষ্কার করলেন মোদি।
মামাল্লাপুরম: ইদানীংকালে বারবার সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। স্বাধীনতা দিবসের ভাষণেও তিনি বলেন, আসুন, ‘মহাত্মা গাঁধীর জন্মদিনে আমরা সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জন করি।‘ বিভিন্ন সমাবেশে প্রধানমন্ত্রী এই জাতীয় প্লাস্টিকের অপকারিতার দিকটি তুলে ধরেছেন।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে চেন্নাইতে একটি জমায়েতে তিনি বলেন, অনেকে ভুল করে প্লাস্টিক-ফ্রি ভারতের কথা বলছেন। শুধরে দিয়ে তিনি বলেন, বর্জন করতে হবে সিঙ্গল ইউজ প্লাস্টিক, যা নানাভাবে পরিবেশকে দূষিত করছে। ক্ষতি করছে শরীরস্বাস্থ্যের। এবার মহাত্মা গাঁধীর জন্মদিনে স্বচ্ছ ভারত অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল এই ধরনের প্লাস্টিক ব্যবহার বন্ধ করা। ইতিমধ্যেই দেশের বেশকিছু জায়গায় সরকারি নির্দেশে বন্ধ করা হয়েছে এই জাতীয় প্লাস্টিকের ব্যবহার।
শুধু বার্তা দিয়েই থেমে রইলেন না, শনিবার মামাল্লাপুরমের সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী মোদিকে কুড়োতে দেখা গেল প্লাস্টিক। নিজে হাতে পরিষ্কার করলেন মোদি। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, আধঘণ্টা ধরে প্লাস্টিক কুড়িয়ে গোটা সমুদ্র সৈকতকে দূষিত প্লাস্টিক মুক্ত করেন প্রধানমন্ত্রী। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, থলি নিজে হাতে কুড়িয়ে তোলেন ঝোলায়। দেখুন সেই ছবি।
#WATCH PM Narendra Modi: Plogging at a beach in Mamallapuram this morning. It lasted for over 30 minutes. Also handed over my ‘collection’ to Jeyaraj, who is a part of the hotel staff. (source: PM Modi's Twitter) pic.twitter.com/At0iEQQogm
— ANI (@ANI) October 12, 2019
হোটেলকর্মী জয়রাজের হাতে ব্যাগভর্তি কুড়নো প্লাস্টিক তুলে দেন তিনি। সমুদ্র সৈকতকে প্লাস্টিমুক্ত পরিচ্ছন্ন রাখার শপথ নিয়েছেন মোদি।
প্রসঙ্গত উল্লেখ্য, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শনিবার মামাল্লাপুরমে আলোচনায় বসবেন মোদি। তাই সারা দুনিয়ার নজর আজ মামাল্লাপুরমের দিকে। সেখানেই মোদির এই প্রয়াস সারা দুনিয়ার নজর কাড়বে নিঃসন্দেহে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement