Narendra Modi: 'উত্তর-পূর্বের উন্নয়নের বাধাকে রেড কার্ড', মোদির ভাষণেও বিশ্বকাপের মেজাজ
PM Modi:মেঘালয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শিলং: প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে নজর দেওয়ার কথা বারবার বলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর-পূর্বের একাধিক রাজ্যে নানা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সম্প্রতি আরও একটি বিমানবন্দর করা হয়েছে। এবার মেঘালয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর-পূর্ব কাউন্সিল (North Eastern Council)-এর স্বর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে প্রকল্পের উদ্বোধন করা হয়।
লাল কার্ড:
এএনআই সূত্রে খবর এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'যখন ফুটবল-জ্বরে সবাই আক্রান্ত, তখন ফুটবলে ভাষায় কথা কেন হবে না? যখন কেউ খেলোয়াড়সুলভ আচরণ করবেন না. তখন তাঁদের লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হবে। গত ৮ বছরে উত্তর-পূর্বের উন্নয়নের বাধাকে আমরা লাল কার্ড দেখিয়েছি।' তিনি আরও বলেন, 'দুর্নীতি, পক্ষপাতিত্ব, হিংসা, কাজে বাধা এবং ভোট ব্যাঙ্ক রাজনীতিকে দূরে সরাতে চেষ্টা করেছি। আপনার জানেন এই সমস্যার শিকড় অনেক গভীরে থাকে। সেটা আমাদের একসঙ্গে তুলে ফেলতে হবে।' এদিন নরেন্দ্র মোদি বলেন, 'আমরা যখন কেন্দ্রীয় সরকারের গুরুত্ব দেওয়ার বিষয়গুলি বদল করেছি, তখন তার ভাল প্রভাব সারা দেশে দেখা গিয়েছে। এই বছর কেন্দ্রীয় সরকার পরিকাঠামো ক্ষেত্রে ৭ লক্ষ কোটি টাকা খরচ করেছে। ৮ বছর আগে তা ২ লক্ষ কোটি টাকা ছিল।'
#WATCH | PM says, "...When football fever is gripping us all, why not talk in football terminology? When someone goes against the sportsman spirit, they're shown a red card & sent out. Similarly, in last 8 yrs, we've shown red card to several hurdles in development of northeast." pic.twitter.com/jF5x17QTv1
— ANI (@ANI) December 18, 2022
সন্ত্রাসের বিষয়েও মুখ খোলেন মোদি:
এদিন বক্তব্য রাখতে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'গত ৮ বছরে একাধিক সংগঠন হিংসার রাস্তা ছেড়ে শান্তির রাস্তায় এসেছে। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতির এমন উন্নতি হচ্ছে যে উত্তর-পূর্বে আফস্পার প্রয়োজনীয়তা আর থাকবে না।' বিভিন্ন রাজ্যের সীমানা সংক্রান্ত বিবাদেরও সমাধান হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ভারতের আকাশে ড্রোন, গুলি ছুড়তেই উড়ে গেল পাকিস্তানের দিকে