Kolkata Weather Update: ফের পারদ পতন, বিদায়বেলায় শীতের আমেজ
কলকাতা তো বটেই ধীরে ধীরে পারদ চড়বে জেলাগুলিতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দ্রুত বাড়তে পারে।
কলকাতা: বিদায়বেলায় ফিরল শীতের আমেজ। আবারও ২ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা ফেব্রুয়ারির এই সময়ে স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে এবছর আর শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। কলকাতা তো বটেই ধীরে ধীরে পারদ চড়বে জেলাগুলিতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দ্রুত বাড়তে পারে।
গত কয়েকদিন ধরে বাড়তে শুরু করেছে শহরের তাপমাত্রা। ফাল্গুন মাস পড়লেও গতকাল আকাশের মুখ ভার ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল ফাল্গুনের শুরুতেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, খুব সামান্য হলেও বৃহস্পতি অথবা শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ গোটা রাজ্যেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। সিকিমে তুষারপাত হতে পারে। সেই অনুযায়ী রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে।
বাতাসে আর কনকনে ঠান্ডার পরশ নেই। মাফলার-টুপিতে মাথা মুড়ি দিয়ে আর পথ হাঁটছে না শহর। গরম পোশাক আবার ফিরে যেতে চলেছে আলমারির তাকে। কলকাতায় গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী পারদ।
গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা ফেব্রুয়ারির এই সময়ে স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সরস্বতী পুজোর দিন ২ ডিগ্রি নামে পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারির এই সময়ে যা স্বাভাবিক। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। তার আগে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।