WB Corona Cases: সাড়ে ৪ হাজার পেরল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু ১৪ জনের
কলকাতা ও উত্তর ২৪ পরগণায় এদিনও সংক্রমিত হাজারের বেশি
কলকাতা : করোনায় ভয়াবহতা বেড়েই চলেছে। দেশের মতোই পশ্চিমবঙ্গেও দৈনিক সংক্রমণের ভিত্তিতে নতুন আতঙ্কের নজির তৈরি হল সোমবার। রাজ্যের স্বাস্থ্যদফতরের পক্ষ থেকে সোমবার জারি করা বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫১১ জন। এই সময় ব্যবধানের মধ্যে রাজ্যে করোনার বলি ১৪ জন।
রবিবারের পর সোমবারও রাজ্যের দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ১ হাজার ১১৫ জন, আর উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ১ হাজার ৮৭ জন।
সোমবারই রাজ্যে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যসচিব। হাসপাতালগুলিকে গত বছরের থেকে ২০ শতাংশ বেশি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও আরটিপিসিআর টেস্টের সংখ্যাও বাড়াতে বলা হয়েছে। অক্সিজেন ও অ্যাম্বুল্যান্সের পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ফের সেফ হাউসগুলিকে সচল করার পরামর্শ দেওয়া হয়েছে। জেল প্রশাসনকে ভিড় নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা বিধি মেনে ছোট করে পয়লা বৈশাখের অনুষ্ঠানের পরামর্শ দেওয়া হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪হাজার ৩৯৮ জন। মৃত্যু হয় ১০ জনের। যার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণা দুই জেলাতেই সংক্রামিত হাজার পেরিয়েছিল। কলকাতাতে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১০৯ জন। আর উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ১ হাজার ৪৭ জন।
গত শনিবার রাজ্যে ভাইরাসের সংক্রমণে পড়েছিলেন ৪ হাজার ৪৩ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। শুক্রবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৬৪৮ জন। বৃহস্পতিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৭৮৩ জন। বুধবার আক্রান্ত হন ২ হাজার ৩৯০ জন। মঙ্গলবার করোনা সংক্রমিত হয়েছিলেন ২ হাজার ৫৮ জন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )