WB Election 2021 ‘একুশে একটাই খেলা হবে, আমি থাকব গোলরক্ষক, দেখি কে জেতে কে হারে'' এবার মমতা বন্দ্যোপাধ্যায়েরও মুখে খেলা হবে
এদিনই কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে নোটিস দিয়েছে সিবিআই। সেই প্রসঙ্গ নিয়ে মুখ না খুললেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গতপূর্ণ মন্তব্য, ‘জেলের ভয় আমাদের দেখাবেন না। যতক্ষণ দেহে প্রাণ আছে, মাথা নত করব না। জেলে থাকলেও বঙ্গবন্ধুর মতো ডাক দেব।''
কলকাতা: ভোটমুখী বঙ্গে এই মুহূর্তে সুপার-ডুপার হিট শব্দবন্ধ ‘খেলা হবে’। স্লোগান, ডিজে, মিটিং-মিছিল হোক কিংবা জনপ্রতিনিধি থেকে জনগণের মুখে মুখে ঘুরছে খেলা হবে স্লোগান। এবার সেই তালিকায় জুড়ে গেল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। দক্ষিণ কলকাতায় ভাষা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে ভোটের আঁচ বাড়িয়ে তৃণমূল সুপ্রিমোর হুঁঙ্কার ‘‘একুশে একটাই খেলা হবে, আমি থাকব গোলরক্ষক। দেখি কে জেতে। ভোটের পর দেখা যাবে কে জেতে, কে হারে।‘’
এদিনই কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে নোটিস দিয়েছে সিবিআই। সেই প্রসঙ্গ নিয়ে মুখ না খুললেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গতপূর্ণ মন্তব্য, ‘জেলের ভয় আমাদের দেখাবেন না। যতক্ষণ দেহে প্রাণ আছে, মাথা নত করব না। জেলে থাকলেও বঙ্গবন্ধুর মতো ডাক দেব।''
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ফের একবার রাজ্যের নামবদল প্রসঙ্গ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘রাজ্যের নাম বাংলা করতে চেয়েছিলাম। ৪ বছর হয়ে গেল আজও কেন্দ্র অনুমোদন দেয়নি। একবারও ভাবল না ভাষার নামের সাথে রাজ্যের নাম জুড়ে আছে। বাংলাদেশ একটি দেশ, বাংলা তো রাজ্য।‘’
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ফের একবার শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়েন, ‘চিরকাল বাংলার প্রতি বঞ্চনা, বিমাতৃসুলভ আচরণ করে। নেতাজি থেকে রবীন্দ্রনাথ, কাউকে রেয়াত করা হয়নি। বাংলা মানেই খুব খারাপ, সবসময় এমন একটা চিন্তাধারা। দিল্লির নেতারা বলছেন বাংলার মেরুদণ্ড ভেঙে দিতে চায়’