WB Elections 2021 বার্ষিক আয় প্রায় ১০ লক্ষ, নেই স্থাবর সম্পত্তি, বিস্তারিত তনুশ্রীর সম্পত্তির খতিয়ান
বিধানসভা নির্বাচনে হাওড়ার শ্যামপুর আসনে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। তনুশ্রীর লড়াই তৃণমূলের বিদায়ী বিধায় কালীপদ মণ্ডল এবং সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমিতাভ চক্রবর্তীর সঙ্গে।
কলকাতা: আগের আর্থিক বছরে তাঁর মোট আয় ১০ লক্ষ ৩১ হাজার ১০০ টাকা। কোনও স্থাবর সম্পত্তি নেই। অস্থাবর সম্পত্তি ৪১ লক্ষ টাকার। তবে মাথার ওপর রয়েছে ঋণের বোঝাও। ভোটের ময়দানে দাঁড়িয়ে মনোনয়নের সময় জমা দেওয়া হলফনামায় বিস্তারিতভাবে বিষয়-আশয়ের খতিয়ান দিয়েছেন তনুশ্রী চক্রবর্তী।
তৃণমূলের মতো বিজেপির প্রার্থী তালিকাতেও বড়সড় জায়গা করে নিয়েছেন টালিগঞ্জের তারকারা। বিধানসভা নির্বাচনে হাওড়ার শ্যামপুর আসনে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। তনুশ্রীর লড়াই তৃণমূলের বিদায়ী বিধায় কালীপদ মণ্ডল এবং সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমিতাভ চক্রবর্তীর সঙ্গে।
গেরুয়া শিবিরের প্রার্থী জোরকদমে প্রচার চালানোর মাঝে গত ১৮ মার্চ মনোনয়ন জমা করেছেন তনুশ্রী। মনোনয়নের সঙ্গ দেওয়া হলফনামায় বিষয়-আশয়ের খতিয়ান দিয়েছেন শ্যামপুরের বিজেপি প্রার্থী। যেখানে তিনি জানিয়েছেন হাতে কোনও স্থাবর সম্পত্তি নেই তনুশ্রীর। তবে সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ লক্ষ ১ হাজার ৩০৭ টাকা।
হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে বিজেপি প্রার্থী তনুশ্রীর মোট আয় ১০ লক্ষ ৩১ হাজার ১০০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর হাতে নগদ ছিল ৫০ হাজার টাকা।
শ্যামপুরের বিজেপি প্রার্থীর ব্যাঙ্কে জমা আছে ১৪ লক্ষ ৭৬ হাজার টাকা। এছাড়া বন্ড, শেয়ার, এনএসএস ও মিউচুয়াল ফান্ডে কোনও সঞ্চয় নেই তনুশ্রীর।
হলফনামা অনুযায়ী, তারকার নামে একটি গাড়ি আছে। যার বর্তমান দাম ১৬ লক্ষ ৭৫ হাজার ৩০৭ টাকা। বিজেপি প্রার্থীর আছে ১৯৫ গ্রাম সোনার গয়না। যার বর্তমান দাম ৯ লক্ষ টাকা।
সব মিলিয়ে তনুশ্রী চক্রবর্তীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ লক্ষ ১ হাজার ৩০৭ টাকা। হলফনামায় শ্যামপুরের বিজেপির তারকা প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই।
মাথার ওপর আছে ৫ লক্ষ ৫৪ হাজার ৫৫৪ টাকা ঋণের বোঝাও রয়েছে তনুশ্রী চক্রবর্তীর। হলফনামায় আরও জানিয়েছেন, তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই।