WB HS Results 2020: শুক্রবার দুপুর সাড়ে ৩টেয় ফলপ্রকাশ, জেনে নিন কোথায় ও কীভাবে জানা যাবে রেজাল্ট
WB HS Results 2020 Date: মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকের ফলও abpananda.abplive.in ওয়াবসাইট- এর মাধ্যমে শুক্রবার বিকেল চারটে থেকে জানতে পারবেন পরীক্ষার্থীরা।
![WB HS Results 2020: শুক্রবার দুপুর সাড়ে ৩টেয় ফলপ্রকাশ, জেনে নিন কোথায় ও কীভাবে জানা যাবে রেজাল্ট West Bengal HS Results 2020 to be Declared on 17 July 3.30 PM: Where and how to check results WB HS Results 2020: শুক্রবার দুপুর সাড়ে ৩টেয় ফলপ্রকাশ, জেনে নিন কোথায় ও কীভাবে জানা যাবে রেজাল্ট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/11203005/Hs-exam-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মাধ্যমিকের ফলপ্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল। এবার সকালে নয়, শুক্রবার, ১৭ জুলাই উচ্চমাধ্যমিকের আনুষ্ঠানিক ফলপ্রকাশ দুপুর সাড়ে ৩টেয়। বিকেল ৪টে থেকে এবিপি আনন্দর ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
বুধবার, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়, শুক্রবার হবে ফলপ্রকাশ। তবে, এবার সকালে নয়, ১৭ জুলাই উচ্চমাধ্যমিকের আনুষ্ঠানিক ফলপ্রকাশ দুপুর সাড়ে ৩টেয়।
করোনা লকডাউনের জেরে সিবিএসই, আইসিএসই ও আইএসসি-র মত উচ্চমাধ্যমিকেরও ৩ দিনের পরীক্ষা বাতিল হয়ে যায়। ২, ৬ ও ৮ জুলাইয়ের পরীক্ষা হতে পারেনি। যার জেরে, এবারের উচ্চমাধ্যমিকের কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের রাজ্যজুড়ে ৫২টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলি মার্কশিট এবং সার্টিফিকেট পাবে ৩১ জুলাই। মেরিট লিস্ট প্রকাশ করছি না।
এ বছর উচ্চমাধ্যমিকে বসেন ৮ লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। ২১ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়। বাকি পরীক্ষা হয়নি। পর্ষদ জানিয়েছে, যে পরীক্ষাগুলি সংশ্লিষ্ট পড়ুয়া দিতে পেরেছেন, সেগুলির মধ্যে যেটিতে তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন সেই নম্বরই বাকি থাকা পরীক্ষাগুলির নম্বর হিসেবে যুক্ত হবে।
মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকের ফলও abpananda.abplive.in ওয়াবসাইট- এর মাধ্যমে শুক্রবার বিকেল চারটে থেকে জানতে পারবেন পরীক্ষার্থীরা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)