West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৭১, মৃত্যু ১৩ জনের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...
LIVE
Background
এবার বেসুরো বিজেপি নেতা সবসাচী দত্ত। দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনা। বললেন, আন্দোলনকে দমিয়ে দেওয়া পদ্ধতি হতে পারে না, গণতান্ত্রিক দেশ, তালিবান নয়।
বিজেপিকে হারিয়েছে তৃণমূল কংগ্রেস, দেশে বিজেপির মোকাবিলায় ব্যর্থ কংগ্রেস। বিকল্প মঞ্চকে শক্তিশালী করতে দলীয় মুখপত্রে লিখলেন মমতা। গুরুত্বে নারাজ অধীর।
নিয়ন্ত্রিতভাবে জল ছাড়তে ব্যর্থ ডিভিসি। প্রতিবছর দক্ষিণবঙ্গে ম্যান মেড বন্যা পরিস্থিতি। স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিক কেন্দ্র। মোদিকে চিঠি মমতার। পুরোটাই নাটক, পাল্টা সুকান্ত।
কোনও মহিলাকে অন্য রাজ্যে তলবের আগে তদন্ত করতে হয়। নিয়ম মানছে না ইডি। কয়লাকাণ্ডে খারিজ হোক পাতিয়ালা হাউস কোর্টে সশরীরে হাজিরার নির্দেশ। দিল্লি হাইকোর্টে আবেদন রুজিরার।
পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি। অষ্টমী থেকে দশমী দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। নবমী-দশমীতে উপকূলবর্তী জেলা ও কলকাতায় বাড়তে পারে বৃষ্টি।
নভেম্বর থেকে স্কুলেও আইসিএসসি-আইএসসি। অভিভাবকদের সম্মতিতে স্কুলে অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ। রাজ্যে ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যুর সংখ্যাও।
WB News Live Updates: রাজ্যের সিলেবাস থেকে বাদ বিবেকানন্দ, প্রবন্ধ থেকে বাদ নজরুলের কবিতা
রাজ্যের সিলেবাস থেকে বাদ বিবেকানন্দ। প্রবন্ধ থেকে বাদ নজরুলের কবিতা। ইতিহাসের সিলেবাসে বাদ ‘ধর্ম'। করোনা আবহে পাঠ্যক্রমে কাটছাঁট করা হয়েছে। ২০২২ সালের একাদশের বার্ষিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাসে কাটছাঁট করা হল। আর তার জেরেই বাদ গেল ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাদ হওয়া পাঠ্যসূচির তালিকা। আজই
২০২২ সালের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে বিশেষজ্ঞদের মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।
WB News Live : রাজ্যে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বাড়ছে। অথচ প্রশাসনের নজর নেই, মন্তব্য বিজেপি নেতা রাহুল সিনহার
রাজ্যে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বাড়ছে। অথচ প্রশাসনের নজর নেই। মশারি বিলি করে মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। ডেঙ্গি-ম্যালেরিয়া অনেকটাই নিয়ন্ত্রণে। বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলায় করোনার দাপট কম। পাল্টা দাবি করেছেন
খাবারের মান খতিয়ে দেখতে চালু হল কলকাতা পুরসভার অত্যাধুনিক ফুডল্যাব
চিকেন রোলের চিকেন ঠিক আছে তো? মোমোর পাতে টকটকে লাল সসে কোনও রাসায়নিক নেই তো? বোতলবন্দি পানীয় জল কি পুরোপুরি নিরাপদ? এসব খতিয়ে দেখতে চালু হল কলকাতা পুরসভার অত্যাধুনিক ফুডল্যাব।
WB News Live Updates: এনআরএস হাসপাতালে গ্যাস লিক-আতঙ্ক
এনআরএস হাসপাতালে গ্যাস লিক-আতঙ্ক। সকাল সাড়ে ৮টা নাগাদ লিক্যুইড অক্সিজেন ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করায় তৈরি হয় উদ্বেগ। পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন।
WB News Live : উত্তর ২৪ পরগনার মাটিয়ায় মৃত কিশোরীর দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পরিবারের আবেদন মেনে নিল আদালত
উত্তর ২৪ পরগনার মাটিয়ায় মৃত কিশোরীর দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পরিবারের আবেদন মেনে নিল আদালত। ৯ অক্টোবর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তুলে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।