(Source: Poll of Polls)
West Bengal News Live: রবীন্দ্র সরণিতে পুরানো বাড়ির একাংশ ভেঙে মৃত দুই পথচারী
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...
LIVE
Background
বোধনের আগে পুজোর মুডে বাংলা। উত্তর থেকে দক্ষিণ মণ্ডপে মণ্ডপে শুরু দেবী দর্শন। পরপর পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
শহরকে যানজটমুক্ত করতে চতুর্থী থেকে পথে নামছে পুলিশ। পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে বললেন পুলিশ কমিশনার।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা, উঃ ২৪ পরগনা। পুজোয় ভিড়, শোভাযাত্রা এড়ানোর পরামর্শ স্বাস্থ্য দফতরের।
২এ। রাজ্যের পুজো অনুদানে হাইকোর্টের সবুজ সঙ্কেত। কীভাবে খরচ? জানাতে হবে রাজ্যকে। ২২ নভেম্বরের মধ্যে হলফনামা আকারে রিপোর্ট।
পুজোর মধ্যেই ২ তৃণমূল নেতা-কর্মী খুন। ইসলামপুরে তৃণমূল নেতার উপরে হামলা। বসিরহাটে তৃণমূলকর্মীকে গুলি করে কুপিয়ে খুন।
মমতা-অভিষেক ছাড়াও ৪ কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে তৃণমূলের ২০ তারকা। বিজেপি প্রার্থীদের প্রচারে ৭ কেন্দ্রীয় মন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী।
West Bengal News Live: রাজ্যে কমল করোনায় দৈনিক সংক্রমণ
রাজ্যে কমল করোনায় দৈনিক সংক্রমণ । শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৭৬ জন। মৃত্যু হয়েছে ১২ জনের
WB News Live Updates: নিউটাউন ডিবি ব্লক সর্বজনীনের পুজো এবার পাঁচ বছরে পা দিল
নিউটাউন ডিবি ব্লক সর্বজনীনের পুজো এবার পাঁচ বছরে পা দিল। পুজো এবং প্রতিমা, দুটোই এখানে সাবেকি। শনিবার পুজোর উদ্বোধন করেন নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবাশিস সেন। করোনা পরিস্থিতিতে ভিড় এড়িয়ে সুরক্ষা বিধি মেনে সম্পন্ন হল সেই সূচনা পর্ব। অনুষ্ঠানে সাম্প্রতিক জল দুর্ভোগের প্রসঙ্গ টেনে প্লাস্টিক বর্জনের আর্জি জানান NKDA-র চেয়ারম্যান।
West Bengal News Live: ঠাকুরদালানকে থিম করে মাতৃ বন্দনার আয়োজন সল্টলেকের এজে ব্লকে
ঠাকুর দালান, এই কথাটার সঙ্গে জুড়ে রয়েছে শারোদোৎসবের সর্বজনীন আত্মিক যোগাযোগ। সাঁইতিরিশতম বর্ষে সেই ঠাকুরদালানকেই থিম করে মাতৃ বন্দনার আয়োজন করেছে সল্টলেকের এজে ব্লক। দেবীপ্রতিমা সাবেকি। শনিবার পুজোর উদ্বোধন করেন বিধাননগর পুরসভার প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী। কুলোয় প্রদীপ জ্বালিয়ে উমাকে বরণ করেন এলাকার মহিলারা।
WB News Live Updates: উত্সবের মরশুমে অগ্নিমূল্য বাজার
উত্সবের মরশুমে অগ্নিমূল্য বাজার। গড়ে ১০-৩০ টাকা দাম বেড়েছে সবজির। পটল, ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। টোম্যাটো ৮০, বেগুন ৭০-১০০,
করলা, উচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চড়ছে পেঁয়াজের দামও।
৪০-৫০ টাকায় বিকোচ্ছে পেঁয়াজ। পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার সবজির বাজারও চড়তে শুরু করায় পকেটে টান পড়ার আশঙ্কা করছেন মধ্যবিত্ত ক্রেতারা।
West Bengal News Live: একদিনে ১৬টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
চতুর্থীতেই পুজোর মুডে বাংলা, মণ্ডপমুখী কলকাতা। একদিনে ১৬টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। যানজট এড়াতে পথে নামল পুলিশ।