West Bengal News Live: পঞ্চমীর সন্ধেয় রেড রোডে গুলি চালানোর অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...
LIVE
Background
বোধনের আগে পুজোর মুডে বাংলা। উত্তর থেকে দক্ষিণ মণ্ডপে মণ্ডপে শুরু দেবী দর্শন। পরপর পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
২০ অক্টোবর পর্যন্ত কড়াকড়িতে আরও ছাড়। স্বাভাবিক সময় খোলা রাখা যাবে দোকান, রেস্তোঁরা। দেরিতে পানশালা বন্ধের ক্ষেত্রে নিতে হবে অনুমতি।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে আটশোরও কাছে করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু। দৈনিক মৃত্যুতে শীর্ষে উঃ ২৪ পরগনা, সংক্রমণে কলকাতা।
একদিনে পরপর ১৬টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে সুকান্ত, শুভেন্দু।
মণ্ডপ সজ্জায় জুতো। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আইনি চিঠি বিজেপি। মন্দিরের বাইরে থাকে জুতো, এখানেও বাইরে, দাবি উদ্যোক্তাদের।
মণ্ডপে দেশভাগের যন্ত্রণা। অনুভবে সেরা নাকতলা উদয়ন সঙ্ঘের। স্থাপত্য ভাবনায় সেরা চেতলা অগ্রণী। আলোকসজ্জায় কলেজ স্কোয়ার।
সৃজনে শারদ সম্মান ছিনিয়ে নিল মুদিয়ালি। লোকসংস্কৃতি ভাবনায় এবার সেরা পুজো ২১ পল্লি। সমসাময়িকতায় সেরা টালা পার্ক প্রত্যয়।
একুশে উৎসব নয়, শুধুই পুজো। বাস্তবতায় শারদ সম্মান ছিনিয়ে নিল ত্রিধারা সম্মিলনী। বুর্জ খলিফার আদলে মণ্ডপ, নির্মাণভাবনায় সেরা শ্রীভূমি।
বিষয় ভাবনা এবং আলোকসজ্জায় এবার কোন কোন পুজো পাচ্ছে সেরার শিরোপা ? দেখুন শারদ আনন্দ সম্মান সকাল ৯টা থেকে।
চতুর্থীর সন্ধ্যায় রবীন্দ্র সরণিতে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি। বাইকে করে যাওয়ার সময় চাঙড় ভেঙে বাইক চালক-সহ ২ পথচারীর মৃত্যু। আহত ২। পুর দফতর হাতছাড়া নিয়ে প্রকাশ্যে ফিরহাদের অভিমান।
একাধিক দাবিতে আরজি করে টানা আন্দোলনে ইন্টার্নরা। অধ্যক্ষের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। ভিত্তিহীন অভিযোগ। দাবি প্রিন্সিপালের।
WB News Live Updates : পুজোর মধ্যেই সুর কাটতে পারে অসুর বৃষ্টি
পুজোর মধ্যেই সুর কাটতে পারে অসুর বৃষ্টি। উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা পরিণত হতে পারে নিম্নচাপে। যার জেরে অষ্টমী থেকে দশমী - কলকাতা সহ কয়েক জেলায় হতে পারে বৃষ্টি। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
WB News Live Updates : পঞ্চমীর সন্ধেয় রেড রোডে গুলি চালানোর অভিযোগ
পঞ্চমীর সন্ধেয় রেড রোডে গুলি চালানোর অভিযোগ। বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সামনে গুলি চলে বলে অভিযোগ উঠেছে। অনুশীলনের সময় দুই যুবক আসেন, কোচিং নিতে চান। কিন্তু, বছরের মাঝখানে কোচ কোচিং করাতে রাজি না হওয়ায় শূন্যে গুলি চালায় তারা।
WB News Live Updates : রূপায়ণে সেরা বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন
রূপায়ণে সেরা বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন। সাবেকিয়ানায় উত্তরের সেরা বাগবাজার সর্বজনীন। উপকরণে সেরা হরিদেবপুর নিউ স্পোর্টিং। সাবেকিয়ানায় দক্ষিণের সেরা ম্যাডক্স স্কোয়ার।
সেরার সম্মান
WB News Live Updates : রূপকল্পে সেরা শারদ আনন্দ সম্মান সন্তোষ মিত্র স্কোয়ারের
এবার ৮৬ বছরে পড়ল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। রাজস্থানের জয়পুরের লক্ষ্মী-নারায়ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। সাদা কাপড়ে তৈরি মণ্ডপের ওপর আলোর প্রতিফলনে, প্যান্ডেল রূপ নিয়েছে মার্বেলের মন্দিরে। আর এমন চমক দিয়েই রূপকল্পে সেরা শারদ আনন্দ সম্মান ছিনিয়ে নিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার।
WB News Live Updates : সেরা শারদ আনন্দ সম্মান পেল রাজডাঙা নব উদয় সঙ্ঘ
নাগরদোলা, আড্ডা, সিঁদুর খেলা। পুজোর দিনগুলোর নানা ছবি এবার একসঙ্গে উঠে এসেছে রাজডাঙা নব উদয় সঙ্ঘে। ৩৮তম বর্ষে তাদের পুজোর থিম- কোলাজ। এবার শারদ আবহে সেরা শারদ আনন্দ সম্মান পেল রাজডাঙা নব উদয় সঙ্ঘ।