(Source: Poll of Polls)
West Bengal News Live Updates: রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়ি রেখে মা উড়ালপুল থেকে ঝাঁপ ব্যক্তির
Get the latest West Bengal News and Live Updates: কেন্দ্রের পথে হেঁটে শুল্ক কমায়নি ১৪টি রাজ্য। পশ্চিমবঙ্গ ভ্যাট না কমালে আন্দোলন, হুঁশিয়ারি বিজেপির। পাল্টা চাপের রাজনীতি চলছে, অভিযোগ তৃণমূলের।
LIVE
Background
কলকাতা: উপ নির্বাচনে ধাক্কা খাওয়ার পর, আজ দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। আলোচনায় ৫ রাজ্যের ভোট। পঞ্জাব বাদে ৪ রাজ্যে ক্ষমতা ধরে রাখাই চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের।
শুল্কহ্রাস রাজনীতি তুঙ্গে। কেন্দ্রের পথে হেঁটে শুল্ক কমায়নি ১৪টি রাজ্য। পশ্চিমবঙ্গ ভ্যাট না কমালে আন্দোলন, হুঁশিয়ারি বিজেপির। পাল্টা চাপের রাজনীতি চলছে, অভিযোগ তৃণমূলের।
ক্লাস টেস্টে ফেলের পর অনলাইনে ফার্স্ট। দিনহাটা উপনির্বাচনে তৃণমূলের রেকর্ড ভোটে জয়কে কটাক্ষ নিশীথের। মানুষের প্রতি আস্থা না থাকাতেই বালখিল্যের মতো কথা, পাল্টা তৃণমূল।
আলিপুরদুয়ারে বিজেপিতে ফের ভাঙন। জেলা সভাপতির পর এবার জেলা সম্পাদকের যোগ তৃণমূলে। ক্ষতি হবে না, পাল্টা বিজেপি। অস্তিত্বই থাকবে না পদ্মের, হুঙ্কার তৃণমূলের।
বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতির বাগযুদ্ধ আরও তীব্র। দল ছেড়ে দিন, নাম না করে তথাগত রায়কে আক্রমণ দিলীপের। গুরুত্ব দিচ্ছি না বলে আমল দিলেন না তথাগত।
বিজেপি ছাড়ার সিদ্ধান্ত জয় বন্দ্যোপাধ্যায়ের, মোদিকে চিঠি। ওঁর সুস্থতা কামনা করি, খোঁচা শুভেন্দুর। সুস্থ মানুষ বিজেপি করতে পারেনা, কটাক্ষ তৃণমূলের।
পরপর দুর্ঘটনা। চিংড়িঘাটায় ৭ জনকে ধাক্কা দ্রুতগামী গাড়ির, মৃত ১। বাঘা যতীন উড়ালপুলেও প্রাণঘাতী দুর্ঘটনা। পাঁশকুড়া, হাওড়ায় মৃত ২। গুড়াপে দুর্ঘটনায় আহত ওসি, এসআই।
৪৮ ঘণ্টার মধ্যেই ঠাকুরপুকুর হত্যাকাণ্ডের কিনারা পুলিশের। ধৃত মাংসের দোকানের কর্মী। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার, দাবি পুলিশের।
অ্যাপ বলছে খাবার ডেলিভারি হয়েছে। হয়েছে উল্টোটাই। অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ অভিনেতা প্রসেনজিত্-এর। চিঠি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে। প্রতিক্রিয়া মেলেনি সংস্থার।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে সংক্রমণ সাড়ে ছ’শর বেশি। শীর্ষে কলকাতা। দেশে দৈনিক মৃত্যু একলাফে বাড়ল ৭৭ শতাংশেরও বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ১১ হাজার।
ফের ৩ শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় জ্বর, শ্বাসকষ্ট-সহ একাধিক উপসর্গ নিয়ে ভর্তি ২২জন শিশু।
WB News Live : রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়ি রেখে মা উড়ালপুল থেকে ঝাঁপ ব্যক্তির
মা উড়ালপুল থেকে ঝাঁপ এক ব্যক্তির। রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়ি রেখে ঝাঁপ দেন ওই ব্যক্তি। গড়িয়ামুখী লেন থেকে ঝাঁপ দেন। হাসপাতালে পাঠানো হলে মৃত বলে ঘোষণা। মৃতের নাম ঝন্টু কুমার দাস। কী কারণে ঝাঁপ, সরকারি স্টিকার লাগানো গাড়ি কোথা থেকে এল ? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।
WB News Live: রাজ্যে করোনায় ফের বাড়ল দৈনিক সংক্রমণ
রাজ্যে করোনায় ফের বাড়ছে দৈনিক সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত এবার ৭০০ পার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭২৩ জন।গতকালের তুলনায় কম মৃত্যু। রবিবারের বুলেটিন অনুযায়ী, মৃত্যু হয়েছে ১১ জনের।
WB News Live: উপনির্বাচনে ইভিএম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর
উপনির্বাচনে ইভিএম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর। "সব ভোটের মেশিনই পাল্টানো হয়েছে। বেহালা পূর্বের মেশিন গোনা হয়েছে গোসাবায়। একটা দল ৮৬-৮৭ শতাংশ ভোট কী করে পায় ?"
প্রশ্ন তুলে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর।
WB News Live: ২২ নভেম্বর কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা
২২ নভেম্বর কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। ১৯ ডিসেম্বর ভোট চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় রাজ্য সরকার। সম্মতি জানিয়ে ছটপুজোর পরে রাজ্যকে চিঠি দিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।
WB News Live: সুকান্তকে পাল্টা জবাব জয়ের
"বিধানসভা উপনির্বাচনে ৩ কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হওয়ার পরই রাজ্য সভাপতি পদে ইস্তফা দেওয়া উচিত ছিল সুকান্ত মজুমদারের।" পাল্টা জয় বন্দ্যোপাধ্যায়ের।