West Bengal News Live Updates: কয়লাপাচারকাণ্ডে লালা ঘনিষ্ঠ গুরুপদ মাজিকে গ্রেফতার করল ইডি
WB News Live: এক ক্লিকে দেখে নিন পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ খবর।
LIVE
Background
- এক নজরে আজকের শিরোনাম ( Headlines)
- পল্লবীর ( Pallavi Dey ) মৃত্যুর ১০দিনের মধ্যেই আরেক অভিনেত্রীর রহস্যমৃত্যু। দমদমের ফ্ল্যাটে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
- পল্লবীর মৃত্যুর পরে ছবি শেয়ার করে মেনে নিতে পারলাম না বলে পোস্ট। আত্মহত্যা করলে কেন? নৈহাটির বাসিন্দা বিদিশার মৃত্যুতে বাড়ছে রহস্য।
- সম্পর্কের টানাপোড়েন নাকি কেরিয়ারের ডিপ্রেশন ( Depression )? দমদমে বিদিশার ফ্ল্যাট থেকে সুইসাইড নোট পাওয়ার দাবি।
- দলবদল একটা রোগ, দলবদলুদের ১ বছর বসিয়ে রাখা উচিত। অর্জুনের তৃণমূল প্রত্যাবর্তনের পরেই বিস্ফোরক বিধায়ক চিরঞ্জিত।
- প্রথম দিন সাড়ে ৩ ঘণ্টার পরে দ্বিতীয় দিনে সাড়ে ৮ ঘণ্টা! এসএসসি দুর্নীতিতে পার্থকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নিয়োগ নিয়ে প্রশ্ন।
- এসএসসি (SSC) মামলায় সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না পার্থ। হাইকোর্টের রায়ে বিরুদ্ধে আর্জির এখনই হচ্ছে না শুনানি। ত্রুটিমুক্ত আবেদনের নির্দেশ।
- এসএসসির বেনিয়মের অভিযোগে সরব প্রাক্তন চেয়ারম্যান। বললেন, সিবিআই বা আদালত ডাকলে যাব।
- ক্ষমতায় এলে প্রয়োজনে অনলাইনে এসএসসিতে নিয়োগ। আশ্বাস সুকান্তর। মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে পাল্টা খোঁচা তৃণমূলের।
- এসএসসি নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার কলেজেও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। নিয়ম মেনেই নিয়োগ, পাল্টা দাবি কমিশনের।
- জিটিএ-র (GTA) সঙ্গেই ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদে নির্বাচন। একইদিনে ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর, পানিহাটির তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ডে ভোট।
- ভোট লুঠ করতে এলেই তাড়া করে মারতে হবে। বুথে বুথে তৈরি হবে দুর্গাবাহিনী। হুঙ্কার সুকান্তর। গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে, খোঁচা কুণালের।
West Bengal News Live Updates: বিজেপিতে বঞ্চিত বন্ধু দিলীপ ঘোষ! পাল্টা ধন্যবাদ নেতার
বিজেপিতে বঞ্চিত বন্ধু দিলীপ ঘোষ! বাংলা থেকে সরানোর প্রতিবাদ করুন! বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে ৭ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে সংগঠনের দায়িত্ব দেওয়ার পরে এই মন্তব্যই শোনা গেল ফিরহাদ হাকিম, কুণাল ঘোষের মুখে। ধন্যবাদ জানিয়ে পাল্টা জবাব দিতে ছাড়েননি দিলীপ ঘোষ।
WB News Live Updates: কী কারণে বিদিশা আত্মহত্যা করলেন?
কাঁকিনাড়ার বাড়ি থেকে সোমবার দমদমে ফিরেছিলেন বিদিশা। পরিবারের দাবি, তখন তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতা ছিল না। কী কারণে বিদিশা আত্মহত্যা করলেন? তা ভেবে পাচ্ছেন না পরিবার-প্রতিবেশীরা।
West Bengal News Live Updates: কোন্নগর স্টেশনের কাছে প্রসাধনী সামগ্রীর গোডাউনে আগুন
কোন্নগর স্টেশনের কাছে প্রসাধনী সামগ্রীর গোডাউনে আগুন। প্রসাধনী সামগ্রী থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন, অনুমান দমকলের।
WB News Live Updates: বিদিশা দে-র সুইসাইড নোটে রয়েছে আর্থিক অনটনের প্রসঙ্গ
নাগেরবাজারের ফ্ল্যাটে মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের দেহ উদ্ধার। বিদিশার সুইসাইড নোটে উঠে এল আর্থিক অনটনের প্রসঙ্গ। ‘নতুন কেনা মোবাইল ফোনের ইএমআই দিতে পারছি না। সমস্যা হচ্ছে বাড়ি ভাড়া দিতেও’, সুইসাইড নোটে রয়েছে আর্থিক অনটনের প্রসঙ্গও, পুলিশ সূত্রে খবর।
West Bengal News Live Updates: জল সমস্যা মেটাতে গার্ডেনরিচে চালু হল আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট
দক্ষিণ কলকাতার জল সমস্যা মেটাতে গার্ডেনরিচে চালু হল আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেইসঙ্গে আলিপুর বডিগার্ড লাইন্সে নিকাশি সমস্যা দূর করতে চালু হল ড্রেনেজ পাম্পিং স্টেশন। নবান্ন থেকে ভার্চুয়ালে দুই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।