West Bengal News Live: উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে নজর রাখুন...
LIVE
Background
অগ্নিকাণ্ডের প্রায় ৩ বছর পর খুলে গেল বাগরি মার্কেট। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু, জোড়াসোঁকোর বিধায়ক বিবেক গুপ্তার উপস্থিতিতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন রূপে পথচলা শুরু করল ক্যানিং স্ট্রিটের এই বিখ্যাত মার্কেট।
ভোট কবে ? জল্পনার মধ্যেই রাজ্যজুড়ে পুরসভায় রদবদল। ১২৫টির মধ্যে ১০০টি পুরসভাতেই প্রশাসক বদল। কোথাও মুখ্য প্রশাসক, কোথাও সদস্য বদল। ‘কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলী বদল নয়। এমন কিছু ভাবনায় নেই’, জানালেন পুরমন্ত্রী। হাওড়া, উত্তর দমদম-সহ ১০০টি পুরসভায় বদল।
কোচবিহারে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। নিজের দোকানের সামনেই খুন হলেন তৃণমূল কর্মী। জখম আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের খোঁজ চলছে, জানালেন পুলিশ সুপার।
আফগানিস্তান বললেই ভেসে উঠে সীমান্ত গাঁধীর নাম। ১৯৮৬তেই কাবুল ছেড়ে কলকাতায় আসেন সীমান্ত গাঁধীর নাতনি। তালিবান শাসনের জন্য পাকিস্তানকেই দায়ী করেছেন সীমান্ত গাঁধীর নাতনি।
West Bengal News Update: মুকুল রায়কে নিয়ে ফের তরজায় জড়াল তৃণমূল ও বিজেপি
মুকুল রায়কে নিয়ে ফের তরজায় জড়াল তৃণমূল ও বিজেপি। এদিকে, বাংলায় ব্যক্তি স্বাধীনতা নিয়েও একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছে যুযুধান দুই শিবির।
West Bengal News Live: পুর প্রশাসকমণ্ডলী গঠনের পরেই বর্ধমানে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল
পুর প্রশাসকমণ্ডলী গঠনের পরেই বর্ধমানে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। সহকারী প্রশাসকের বিরুদ্ধে পুরসভায় বিক্ষোভ দলের একাংশের। এনিয়ে জেলা নেতৃত্ব সরাসরি কিছু না বললেও, কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
West Bengal News Update: দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলাকে কেন্দ্র করে মালদা সাহাপুর হাইস্কুলে উত্তেজনা
দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলাকে কেন্দ্র করে পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে উত্তেজনা। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে ভিড়ের চাপে পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন মহিলা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। ভিড় এড়াতে এবার থেকে বুথ স্তরে পৌঁছে দেওয়া হবে দুয়ারে সরকারের সুবিধা, জানিয়েছেন মালদার জেলাশাসক। অতিরিক্ত ভিড়ের কারণে নবান্ন থেকে ক্যাম্প বাড়ানোর নির্দেশ জেলাশাসকদের
রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ৬৪৭, মৃত ৭
বুধবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৪৬ জন। মৃত্যু ৭ জনের।
West Bengal News Live: নবান্নের সামনে মহিলা শিক্ষক-অশিক্ষক কর্মীদের বিক্ষোভ
নবান্নের সামনে মহিলা শিক্ষক-অশিক্ষক কর্মীদের বিক্ষোভ। বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে বিক্ষোভ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি। আন্দোলনকারীদের গ্রেফতার করে পুলিশ