ChatGPT Lottery Win: নম্বর বাতলে দিল ChatGPT, লটারি জিতলেন মহিলা, রাতারাতি কোটিপতি হলেন
Lottery Win through ChatGPT: আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা, ক্যারি এডওয়ার্ডসের ভাগ্য বদলে দিয়েছে ChatGPT.

নয়াদিল্লি: লেখালেখি বা পড়াশোনাতেই নয় শুধু, ChatGPT এখন সৌভাগ্যের চাবিকাঠিও। ভাগ্য বিশ্লেষণ নয়, ChatGPT-র দৌলতে বিপুল অর্থলাভ হল এক মহিলার। রাতারাতি কোটিপতি হয়ে গেলেন ওই মহিলা। ChatGPT-র বেছে দেওয়া নম্বরে লটারি খেলেই ভাগ্য পাল্টে গেল তাঁর। তবে জেতা টাকা নিয়ে কী করবেন, তা জানিয়ে সকলের নজর কেড়েছেন ওই মহিলা। (ChatGPT Lottery Win)
আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা, ক্যারি এডওয়ার্ডসের ভাগ্য বদলে দিয়েছে ChatGPT. গত ৮ সেপ্টেম্বর লটারির টিকিট কেটে ১ লক্ষ ৫০ হাজার ডলার জিতেছেন তিনি, ভারতীয় মুদ্রায় যায় ১ কোটি ৩২ লক্ষ টাকা। ChatGPT-র দেওয়া নম্বর অনুযায়ী টিকিট কেটেই লাভবান হয়েছেন তিনি। (Lottery Win through ChatGPT)
কোন মন্ত্রে ChatGPT-কে বেশ করলেন ক্যারি? নিউ ইয়র্ক পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। তাঁর বক্তব্য, “আমি শুধু বলেছিলাম, ChatGPT, আমার সঙ্গে কথা বলো। লটারির নম্বর দিতে পারবে তুমি?” সেই নম্বর ধরেই টিকিট কাটেন ক্যারি। কয়েকদিন পর ফোনে অর্থলাভের খবর পান।
A woman won $150,000 in the lottery after asking ChatGPT to pick her numbers
— Dexerto (@Dexerto) September 23, 2025
Carrie Edwards said she plans to give the full amount to charity pic.twitter.com/An1IT09B9N
Powerball Lottery-তে জয়ী হয়েছেন ক্যারি। স্বামীকে আগেই হারিয়েছেন তিনি। ক্যারি জানিয়েছেন, লটারিতে জেতা টাকা বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে বিলিয়ে দেবেন তিনি। বিশেষ করে ডেমেনশিয়া রোগীদের নিয়ে কাজ করা একটি সংস্থায় দান করবেন। কারণ তাঁর স্বামীর ডেমেনশিয়া ছিল। গত বছর মারা যান তিনি।
লটারিতে জেতা টাকা দান করা নিয়ে ক্যারি বলেন, “ওই টাকায় কী করা উচিত, তা জানতাম আমি। সব দান করে দেব। ঈশ্বরের অনেক আশীর্বাদ। এতে অন্যরাও উৎসাহিত হবেন।”
AI ব্যবহার করে লটারি জেতার খবর এই প্রথম। তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ChatGPT মোটেও লটারি জেতাতে পারে না। পাশাপাশি কিছু সংখ্যা বসিয়ে দিয়েছিল। আসলে ক্যারিই সৌভাগ্যবতী। লটারি আসলে যে জুয়া, তা স্মরণ করিয়ে দিয়েছেন অনেকেই।
তবে এই প্রথম এমন ঘটনা ঘটল না। ২০২৩ সালে তাইল্যান্ডের এক ব্যক্তি লটারি জেতেন। তিনি জানান, ChatGPT-র দ্বারাই বিজয়ী হয়েছেন তিনি। চলতি বছরের শুরুতেই, ইতালির তিন কলেজ পড়ুয়া বিশেষ অ্যালগোরিদম তৈরি করেন, যার সাহায্যে ৫০ হাজার ডলার জেতেন।






















