এক্সপ্লোর
Advertisement
করোনার দাপটের মধ্যেই আশার আলো, ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফল ইতিবাচক, দাবি মার্কিন কোম্পানির
মার্কিন ওষুধ কোম্পানি মোডার্না এভাবে করোনা ভ্যাকসিন তৈরির আশা বাড়িয়ে দিয়েছে। কারণ, তাদের দাবি, মোট ৪৫ জনের শরীরে ক্লিনিক্যাল ট্রায়াল বা মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়,যার প্রাথমিক ফলাফল ইতিবাতক হয়েছে। তাদের দাবি, যাঁদের শরীরে প্রাথমিক এই পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে ভ্যাকসিনের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম বলে প্রতিপন্ন হচ্ছে।
ওয়াশিংটন :সারা বিশ্বজুড়েই চলছে করোনাভাইরাসের দাপট। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৪৮ লক্ষ ৪৯ হাজার ছাড়িয়েছে। এই মারণ ভাইরাস সংক্রমণজনিত অসুস্থতার চিকিত্সায় ওষুধ বা ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছে সারা বিশ্ব। আর তা নিয়েই সুখবর শোনাল আমেরিকার এক কোম্পানি। তারা করোনা ভ্যাকসিনের মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগের দাবি করেছে।
মার্কিন ওষুধ কোম্পানি মোডার্না এভাবে করোনা ভ্যাকসিন তৈরির আশা বাড়িয়ে দিয়েছে। কারণ, তাদের দাবি, মোট ৪৫ জনের শরীরে ক্লিনিক্যাল ট্রায়াল বা মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়,যার প্রাথমিক ফলাফল ইতিবাতক হয়েছে। তাদের দাবি, যাঁদের শরীরে প্রাথমিক এই পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে ভ্যাকসিনের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম বলে প্রতিপন্ন হচ্ছে।
ম্যাসাচুসেটসের এই বায়োটেক কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, অন্তর্বর্তী ফলাফল অনাযায়ী, এমআরএনএ-১২৭৩ নামে ভ্যাকসিনে ভাইরাস প্রতিরোধী যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তা কোভিড-১৯ থেকে সুস্থদের শরীরে সেরে ওঠাদের মতো পর্যায়ের।
কোম্পানি দ্বিতীয় পর্বের পরীক্ষা খুব শীঘ্রই শুরু করবে এবং চূড়ান্ত পর্বের পরীক্ষা হবে জুলাইতে।
মোডার্না কোম্পানি পশুদের থেকে এই ভ্যাকসিনের ডেভেলাপমেন্ট নিয়ে কাজ করছে। জানানো হয়েছে যে, কোম্পানি ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় জেনেটিক কোড পেয়েছে এবং মানব শরীরে এর প্রাথমিক পরীক্ষামূলক প্রয়োগের পরীক্ষার প্রক্রিয়া অত্যন্ত কম সময়ের মধ্যে করতে পেরেছে।
মানব শরীরে এই প্রাথমিক পরীক্ষামূলক প্রয়োগে যে ৪৫ জনের ওপর পরীক্ষা চালানো হয়েছিল, তাঁদের ভ্যাকসিনের মাধ্যমে করোনার বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধক ক্ষমতা দেখা গিয়েছে বলে দাবি। এর ভিত্তিতেই বলা হয়েছে যে, ভ্যাকসিনের প্রয়োগ মানব দেহের পক্ষে সুরক্ষিত।
যে কোনও সাধারণ ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এরইমতো পরীক্ষামূলক এই ভ্যাকসিনেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ছিল। কিন্তু কোম্পানির দাবি, এই পার্শ্বপ্রতিক্রিয়া ততটা গুরুতর নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement