এক্সপ্লোর
Advertisement
জাকির নায়েকের ‘প্ররোচনামূলক বক্তৃতা’ নিষিদ্ধ করতে পারে বাংলাদেশ
ঢাকা: বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের বক্তৃতা নিষিদ্ধ করার পথে হাঁটতে পারে বাংলাদেশ সরকার। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, গোয়েন্দারা জাকিরের বক্তব্য খতিয়ে দেখছেন। তাঁর বক্তৃতা প্ররোচনামূলক বলেই মনে করছে বাংলাদেশ সরকার। তাই জাকিরের বক্তৃতার প্রদর্শন নিষিদ্ধ করা হতে পারে।
সম্প্রতি ঢাকার গুলশন এবং কিশোরগঞ্জে জঙ্গি হামলায় ২৫ জনের মৃত্যু হয়েছে। গুলশনের এক হামলকারী জাকিরের বক্তৃতা শুনে প্ররোচিত হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে। ভারত সরকারকে এ বিষয়ে অবহিত করেছে বাংলাদেশ সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক এবং মহারাষ্ট্র সরকার জাকিরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। জাকির ভারতে ফিরলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও জানা গিয়েছে।
জাকির অবশ্য গুলশনের হামলকারীদের প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বাংলাদেশের অর্ধেক মানুষই তাঁর ভক্ত। গুলশনের হামলাকারীও তাঁর ভক্ত হতে পারে। তবে তিনি নিরীহ মানুষকে হত্যা করতে কাউকে উৎসাহ দেননি। বাংলাদেশ সরকারও এ কথা বিশ্বাস করে না। বাংলাদেশের অনেকের সঙ্গেই তাঁর কথা হয়েছে। তাঁরাই তাঁকে এ কথা জানিয়েছেন। জাকির এখন সৌদি আরবে রয়েছেন। মালয়েশিয়া, ব্রিটেন সহ কয়েকটি দেশে তাঁর প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ব্রিটেন ছাড়া অন্য কোনও দেশে তাঁকে নিষিদ্ধ করা হয়নি বলে দাবি করেছেন জাকির।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement