এক্সপ্লোর
Advertisement
ঢাকার ৪৫ এলাকাকে রেড জোন ঘোষণা করল জাতীয় কমিটি, বাড়ছে আক্রান্তের সংখ্যা
ঢাকায় ৪৫টি এলাকা, চট্টগ্রামের ১১টি ও নারায়ণগঞ্জ, গাজিপুর ও নরসিংদির একাধিক এলাকাকে রেড জোন বলে ঘোষণা করেছে জাতীয় কমিটি।
ঢাকা: বাংলাদেশের করোনা সংক্রমিত এলাকাগুলি চিহ্নিত করার কাজ শুরু করল জাতীয় কমিটি। বেশিরভাগ রেড জোন বা সংক্রমিত এলাকাই রাজধানী ঢাকার অন্তর্গত। ইতিমধ্যেই ঢাকায় ৪৫টি এলাকা, চট্টগ্রামের ১১টি ও নারায়ণগঞ্জ, গাজিপুর ও নরসিংদির একাধিক এলাকাকে রেড জোন বলে ঘোষণা করেছে জাতীয় কমিটি।
১ লক্ষ মানুষের মধ্যে যদি অন্তত ৬০ জন করোনা পজিটিভ হন তবেই সেই এলাকাকে রেড জোন বলে ঘোষণা করছে বাংলাদেশের জাতীয় কমিটি। কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি এলাকায় ১ লক্ষ মানুষের মধ্যে ১০টা বা তার কম কোভিড কেস থাকলে সেগুলিকে গ্রিন জোন বলা হবে।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাকির মালিক জানান, সরকারের পক্ষ থেকে লকডাউন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রেড জোনগুলিতে সম্পূর্ণ লকডাউন হবে। গ্রিন জোনে থাকতে পারে কিছু ছাড়। তবে ঢাকায় এখনও লকডাউন ঘোষণা করার মতো প্রস্তুতি নেওয়া হয়নি।
স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক জানান, রেড জোনের লিস্ট তৈরি হয়ে গেছে। কিন্তু এই তালিকা এখনও চূড়ান্ত নয়। আরও বিশেষভাবে চিহ্নিত করতে হবে রেড জোনকে। এখনও পর্যন্ত ঠিক করা হয়েছে, রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হবে বাংলাদেশের এলাকাগুলিকে।
ঢাকায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৭ হাজার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement