নিউইয়র্কের মেট্রো স্টেশনে বিস্ফোরণ, গ্রেফতার বাংলাদেশি জঙ্গি
নিউইয়র্ক: ফের জঙ্গি-নিশানায় মার্কিন যুক্তরাষ্ট্র। এবার নিউইয়র্কের ব্যস্ত ম্যানহাটন এলাকার একটি মেট্রো স্টেশনে বিস্ফোরণ। আহত অন্তত ৪ জন। তদন্তে নেমে সন্দেহভাজন আইসিস-অনুপ্রাণিত বাংলাদেশি বংশোদ্ভূত জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।
আকায়েদউল্লা নামে ২৭ বছরের ওই সন্দেহভাজন জঙ্গিকে যখন আটক করা হয়, তখন তার দেহে তার বাঁধা ছিল। এরসঙ্গে, শরীরে বাঁধা একটি পাইপ বোমা ও একটি ব্যাটারি উদ্ধার করা হয়। বিস্ফোরকটি নিষ্ক্রিয় করেছে পুলিশ।
https://twitter.com/NYPDnews/status/940200522698706945নিউয়র্কের প্রাক্তন পুলিশ কমিশনার বিল ব্র্যাটন জানান, আকায়েদউল্লা বাংলাদেশি বংশোদ্ভূত। সে আইএস-ভাবধারায় অনুপ্রাণিত। নিউইয়র্কের মেট্রোতে ঘটা বিস্ফোরণকে নাশকতা হামলা বলে উল্লেখ করেন শহরের মেয়র বিল দি ব্লাসিও।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, এদিনের বিস্ফোরণে ৪ জন আহত হন। তবে, কারও আঘাত গুরুতর নয়। পুলিশ এ-ও জানিয়েছে, সন্দেহভাজন জঙ্গিও বিস্ফোরণে আহত হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি।
বর্তমান পুলিশ কমিশনার জেমস ও’নীল বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সন্দেহভাজন একটি স্বল্পমাত্রার বিস্ফোরক গায়ে জড়িয়েছিল। সে ইচ্ছাকৃতভাবেই ওই বিস্ফোরণ ঘটিয়েছে।
এদিকে, বিস্ফোরণের জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খালি করে দেওয়া হয়েছে তিনটি সাবওয়ে। গোটা ঘটনাটি জানানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।