এক্সপ্লোর
Advertisement
বাবা হিসেবে ‘খারাপ’ ব্রিটিশরা, জানাল সমীক্ষা
লন্ডন: বাবা হিসেবে ব্রিটিশরা উন্নত দেশগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে। সন্তানদের লালন-পালনের ব্যাপারে খুব একটা সময় দেন না ব্রিটিশ জনকরা। একটি গবেষণাতে এই তথ্য উঠে এসেছে। একটি সংবাদমাধ্যমে ওই সমীক্ষা রিপোর্ট উল্লেখ করে জানানো হয়েছে, মায়েরা সন্তানদের জন্য যত সময় দেন তার অনুপাতে প্রতি ঘন্টায় ব্রিটিশ বাবারা মাত্র ২৪ মিনিট সময় ব্যয় করেন।
এই তালিকার শীর্ষে পর্তুগীজ বাবারা। এক্ষেত্রে পর্তুগীজ মায়েরা এক ঘন্টা সময় ব্যয় করলে বাবারা করেন ৩৯ মিনিট।
ফাদারহুড ইন্সস্টিটিউটের ফেয়ারনেস ইন ফ্যামিলি ইনডেক্সে দেখা গিয়েছে, ব্রিটিশ জনকরা সন্তানদের দেখভালের থেকে গৃহস্থালির কাজে অনেক বেশি সময় দেন। মহিলাদের তুলনায় প্রতি ঘন্টায় তাঁরা ৩৪ মিনিট রান্না, বাড়ির অন্যান্য কাজে তাঁরা ব্যয় করেন। এক্ষেত্রে ১৫ টি দেশের মধ্যে ব্রিটিশদের স্থান পঞ্চম।
ফাদারহুড ইন্সস্টিটিউটের প্রধান উইল ম্যাকডোনাল্ড জানিয়েছেন, গবেষণার ফলাফল বিশ্লেষণ করে যা দেখা যাচ্ছে তা হল, পরিবারে পারস্পরিক সহযোগিতার বাতাবরণ নেই ব্রিটেনে। শিশুদের ভবিষ্যতের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, এই মনোভাবের পরিবর্তন ঘটাতে হবে। না হলে অন্যদের তুলনায় পিছিয়ে পড়তে হবে।
গবেষণায় দেখা গেছে, পারিশ্রমিকের বৈষম্যেও পিছিয়ে ব্রিটেন। ২২ টি দেশের মধ্যে তাদের স্থান ১৫ তম। মহিলা ও পুরুষের মধ্যে এক্ষেত্রে ফারাক ১৭.৪ শতাংশ। বৈষম্য সবচেয়ে কম নিউজিল্যান্ডে। এর পরিমাণ মাত্র ৫.৬ শতাংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement