Brooklyn Subway Shooting: নিউইয়র্কের সাবওয়ে স্টেশনে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ ৬, আহত অন্তত ১৩
এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া ব্রুকলিনের ২টি রাস্তা ব্যবহার বন্ধ।
নিউইয়র্ক : সন্ত্রাসের আতঙ্ক ফিরল মার্কিন যুক্তরাষ্ট্রে (USA)। নিউইয়র্কের (New York) সাবওয়ে স্টেশনে (Subway Station) বন্দুকবাজের হামলা। গুলিবিদ্ধ ৬ জন, আহত অন্তত ১৩ জন। সাবওয়ে থেকে বিস্ফোরক উদ্ধার। জানা গিয়েছে, নিউইয়র্কের সানসেট পার্কের সাবওয়ে (Sunset Park Subway) স্টেশনে হঠাৎ হামলা চলে। এখনও জানা যায়নি হামলাকারীর পরিচয়। এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া ব্রুকলিনের (Brooklyn) ২টি রাস্তা ব্যবহার বন্ধ। হামলার জেরে বন্ধ মেট্রো পরিষেবা। হামলার ধরণ দেখে অনেকেই জঙ্গি হানার আশঙ্কা করছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এফবিআইয়ের তদন্তকারী দল।
জানা যাচ্ছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টা নাগাদ ব্যস্ত সাবওয়েতে ঢুকে আক্রমণ চালায় এক হামলাকারী। নির্মাণকারীদের পোশাক ও মুখে গ্যাস মুখোশ চাপিয়ে হামলা চালায় ওই আততায়ী। ব্যস্ত সময়ে সাবওয়েতে ঢুকে অতর্কিতে হামলা চালানো হয়। একেবারে পরিকল্পনা করে চালানো হয়েছে। এখনও পর্যন্ত তদন্তকারীদের পক্ষ থেকে জানা যাচ্ছে, শুধু গুলি নয় সাবওয়ে স্টেশনে বিশাল বিস্ফোরক নিয়ে ঢুকে পড়েছিল আততায়ী। আর সেগুলো উদ্ধারের পরই আতঙ্ক বাড়ছে। কারণ যদি বিস্ফোরকগুলি ফাটত, তাহলে কার্যত হত্যালীলার পরিস্থিতি তৈরি হত।
ঘটনার জেরে গোটা এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিউইয়র্কের স্থানীয়দের প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া তারা যেন বাইরে না বের হন।
#BREAKING At least 13 injured in Brooklyn subway shooting incident: New York City Fire Dept. pic.twitter.com/Ewp8JFw15g
— AFP News Agency (@AFP) April 12, 2022
প্রাক্তন সেনাকর্তা পৃথ্বীরঞ্জন দাস নিউইয়র্কের সাবওয়েতে হামলার ঘটনা প্রসঙ্গে বলেছেন, 'ভয়ঙ্কর ঘটনা। নয়-এগারোর পরে যেভাবে নিরাপত্তা সাজানো হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। এর আগে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এভাবে স্টেশনে ঢুকে এরকম ঘটনা ঘটেনি। হামলকারীকে চিহ্নিত করার পরই বোঝা যাবে এর পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত আদৌ আছে কি না। '