ভারত, পাকিস্তানের সম্পর্কের উন্নতিতে গঠনমূলক ভূমিকা পালন করতে চায়, বলল চিন
বেজিং: ভারত, পাকিস্তান সম্পর্কের উন্নতি ঘটাতে, বিশেষ করে নিয়ন্ত্রণ রেখায় দু পক্ষের সংঘাত বৃদ্ধির পর, চিন গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক বলে জানালেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং। সিকিমের ডোকালাম নিয়ে ভারতের সঙ্গে চিনের মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে। সেখানে দু দেশের সেনাবাহিনীই হাজির, কেউই সরে আসতে রাজি নয়। তার মধ্যেই চিন ভারত-পাক বিবাদে ঢুকতে চাইছে। গেং বলেছেন, ভারত আর চিন দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দেশ। তবে কাশ্মীরের পরিস্থিতির জন্য আন্তর্জাতিক দুনিয়ার নজর পড়েছে সেখানে। ভারত অবশ্য বারবার বলে আসছে, কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু, ভারত ও পাকিস্তানের নিজেদের ব্যাপার, এর মধ্যে কোনও তৃতীয় পক্ষের কিছু করার নেই। গেং ভারত, পাকিস্তান সম্পর্কে উত্তেজনার বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে বলেন, কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘাত চলছে। এতে দুটি দেশের তো বটেই, গোটা অঞ্চলের স্থিতিশীলতাও নষ্ট হচ্ছে। আশা করি সংশ্লিষ্ট দুপক্ষই সামগ্রিক অঞ্চলের শান্তির স্বার্থে, উত্তেজনা হাতের বাইরে চলে যেতে না দেওয়ার জন্য আরও কিছু করতে পারে। এ ব্যাপারেই চিন দুপক্ষের সম্পর্ক ভাল করতে ইতিবাচক কিছু করতে চায়। প্রসঙ্গত, দিন দুয়েক আগেই চিনের সরকার নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস পত্রিকায় এক চিনা বিশেষজ্ঞ লেখেন, ডোকলামে যখন চিনা সেনাকে রাস্তা বানাতে দিচ্ছে না ভারতীয় সেনা, তখন পাকিস্তানের অনুরোধে তৃতীয় কোনও দেশের সেনাও কাশ্মীরে পা রাখতে পারে। কাশ্মীরের পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-ও। পাক বিদেশমন্ত্রকের দাবি, আবিদজানে ওআইসিভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনে কাশ্মীর নিয়ে প্রস্তাবও পাশ হয়েছে।