Covid 19 : মৃত্যুর এক মাস পরেও করোনা ভাইরাসের অস্তিত্ব মিলল দেহে !
Coronavirus Update : বিএমসি জার্নাল অফ মেডিকেল কেসে এই ঘটনাটি প্রকাশিত হয়...
জেরুজালেম : করোনাপর্বে (Covid Situation) একের পর এক বিস্ময়কর তথ্য সামনে এসেছে। এবার এল নতুন তথ্য। মৃত্যুর ছয় সপ্তাহেও (Six Weeks) করোনা পজিটিভ রইল দেহ। এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে।
২০২১ সালের সেপ্টেম্বরে মাসে ইউক্রেনের ৪১ বছরের এক ব্যক্তি তাঁর বন্ধুর সাথে ইতালির উপকূলে সমুদ্রে সাঁতার কাটতে গিয়েছিলেন। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, ডোবার ১৬ ঘণ্টা পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু চিকিৎসা ক্ষেত্রে রহস্য বাড়িয়ে ইতালির গবেষকরা তাঁর শরীরে ২৮ বার কোভিড পজিটিভ রিপোর্ট পান। বিএমসি জার্নাল অফ মেডিকেল কেসে এই ঘটনাটি প্রকাশিত হয়।
তাতে বলা হয়েছে, মৃত্যুর আগে ওই ব্যক্তি "সম্পূর্ণভাবে উপসর্গহীন" ছিলেন। গবেষকদের মতে, মানুষটি মারা যাওয়ার সময় সম্ভবত ভাইরাল লোড খুব কম ছিল।
গবেষকরা বলছেন, "মৃতদেহে ভাইরাসের উপস্থিতি এবং মৃতদেহ থেকে সংক্রমণের ঝুঁকি সম্পর্কে তথ্যের অভাব রয়েছে। এটি একটি সমস্যার কারণ। ময়নাতদন্ত করা বিভিন্ন কর্মীর (প্যাথলজিস্ট, টেকনিশিয়ান ইত্যাদি) বায়োলজিক্যাল ঝুঁকি রয়েছে। শুধুমাত্র স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নয়, চিকিৎসাগত দিক থেকেও।"
২০২০ সালে ইংল্যান্ডের গবেষকরা কোভিডে মৃত ৫০ বছর বয়সী এক ব্যক্তির দেহের ময়নাতদন্ত করেছিলেন। মৃত্যুর ২৭ দিন পরেও তাঁর ফুসফুসে ভাইরাস ধরা পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও, তাঁর মৃত্যুর ঠিক পরে নাক এবং গলার সোয়াবে নেগেটিভ রিপোর্ট মেলে।
প্রসঙ্গত, ভারতে ফের কোভিড ঢেউ আসতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে আইআইটি কানপুরের (iit kanpur) গবেষক দল। দেশে তৃতীয় ঢেউ ক্রমশ কমতে শুরু করেছে। ছন্দে ফিরছে সাধারণ জনজীবন। স্কুল-কলেজও খুলেছে। কিন্তু ফের আশঙ্কা গবেষকদের দাবি ঘিরে। কানপুর আইআইটির ওই গবেষক দলের দাবি, জুনের শেষদিকে ভারতে আসতে পারে কোভিড (covid) সংক্রমণের চতুর্থ ঢেউ। গবেষক দলটি জানিয়েছে, জুন থেকে শুরু হয়ে অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত দাপট দেখাতে পারে কোভিডের চতুর্থ ঢেউ (fourth wave)। যদিও তা কতটা মারাত্মক হবে, তা নির্ভর করবে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের চেহারা, দেশজুড়ে টিকাকরণের (vaccination) হাল এবং বুস্টার ডোজের হালহকিকতের উপর।