এক্সপ্লোর
Advertisement
কান্দিলকে খুন করে তাঁর তুতো ভাই: পলিগ্রাফ টেস্ট
লাহৌর: কিছুদিন আগেই খুন হয়েছিলেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া তারকা কান্দিল বালোচ। পরিবারের ‘সম্মান রক্ষা’র অজুহাতে তাঁকে খুন করা হয়। এই খুনের জন্য গ্রেফতার করা হয়েছিল তার ভাই মহম্মদ ওয়াসিমকে।ওয়াসিম ওই খুনের কথা স্বীকারও করেছিল। কিন্তু এবার এই হত্যা মামলায় এবার নতুন মোড়। পলিগ্রাফ টেস্টে জানা গেল, কান্দিলকে খুন করেছে তার তুতো ভাই হক নওয়াজ।
শনিবার পাকিস্তান পুলিশ ওয়াসিম ও হকের পলিগ্রাফ পরীক্ষা করে। সেই পরীক্ষায় জানা গেছে, গত ১৫ জুলাই রাতে কান্দিলের গলায় ফাঁস লাগিয়ে খুন করে হক। সেই সময় বোনের হাত-পা চেপে ধরেছিল ওয়াসিম। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে একথা জানা গেছে।
এই খুনের আগে হক ও ওয়াসিম কান্দিল ও তাঁর বাবা-মাকে মাদক খাইয়ে দিয়েছিল। জানা গেছে, এই দুই অভিযুক্তের ভিডিও ও লিখিত বয়ান নথিভুক্ত করেছেন তদন্তকারীরা। তদন্তে আরও জানা গেছে যে, কান্দিলের দাদা আরিফ এই খুনের জন্য ওয়াসিমের ওপর চাপ তৈরি করে। আরিফ সৌদি আরবে থাকে। এরপরই হক ও ওয়াসিম কান্দিলকে খুনের ছক কষে।
উল্লেখ্য, ফেসবুকে বিভিন্ন খোলামেলা ছবি ও ভিডিও এবং মন্তব্য পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কান্দিল। তাঁর প্রকৃত নাম ফৌজিয়া আজিম। মৃত্যুর আগে তিনি তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যক্ত করে পাকিস্তান পুলিশের কাছে নিরাপত্তা প্রদানের আর্জি জানিয়ে ছিলেন। ফেসবুক পোস্টে পাকিস্তানের মানুষের গোঁড়া দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টার কথাও তিনি জানিয়ে ছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement